
২০শে শ্রাবণ, ১৪২৪
এই কথোপকথনের পর, বেশ কয়েকদিন কেটে গেছে। মামনি আর বাপি, নাতি/নাতনির মুখ দেখবে বলে বিহ্বল। কিন্তু আমি তাঁদের কে তো, আমার আর অগ্নিভ-র কথার ব্যাপারে কিছু বলতে পারছিলাম না।
সেদিন ছিল রবিবার, বাপি আর মামনি আমাদের এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন, নিমন্ত্রণ রক্ষা করতে। বাড়িতে আমি আর অগ্নিভ।
কাল অফিস থেকে ফেরা যাবৎ ওর একটা উসখুসে ভাব লক্ষ্য করছিলাম। আজ জিজ্ঞেস করেই ফেললাম।
-"তোমার কি কিছু হয়েছে ??"
ও যেন চমকে উঠলো। তারপর আমার দিকে একটা অদ্ভুত ফেলফেলে দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে, এক ঝটকায় আমার কাঁধটা ধরে জিজ্ঞেস করলো,
-"তুমি আমায় ছেড়ে যাবে না তো ?!!"
আমি একটু হেসে বললাম,
-"আমি আবার কোথায় যাবো !!"
-"না, তুমি আমায় কথা দাও, তুমি কোথায় যাবে না । আমি... আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, মণি।"
গলাটা শুনে বুকটা কিরকম ছ্যাঁত্ করে উঠলো। ওর ভেতরের এক অজানা কষ্টের আভাস পেলাম মনে হলো। ওর মুখটা আমার দুই হাতের মধ্যে রেখে, আস্তে করে জিজ্ঞেস করলাম,
-"কি হয়েছে তোমার ??"
আমার মুখের দিকে আবার সেই ফ্যালফ্যালে দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে, খাটের উপরেই রাখা একটা প্লাস্টিকের প্যাকেট আমার হাতে তুলে দিল। একটা প্যাথলজিক্যাল ল্যাবের নাম লেখা। অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
-"এটা কি বাপির কোনো মেডিক্যাল রিপোর্ট ? "
-"খুলে দেখো"
আর suspense সহ্য হচ্ছিল না আমার। ঝট্ করে রিপোর্ট টা বের করলাম। এবং যা দেখলাম, তাতে আমার মনে হলো যেন, পায়ের তলা থেকে মাটি সড়ে গেল।
------------------------------------------------------------------
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro