Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

১৫ই চৈত্র ১৪২৩

কলকাতার বুকে প্রায় ২০ একর জমির উপর বিরাট দোতলা বাড়ি। এছাড়াও দেবনগর বলে একটি গ্রামে মোটামুটি ৪০ একর জমির উপর বাগান বাড়ি, পুকুর, badminton court, cricket pitch, ইত্যাদি। সেই দেবরায় বাড়ির একমাত্র মেয়ে আমি। আমার নাম শিমন্তীনি... শিমন্তীনি দেবরায়।

ছোট থেকেই খুব আদর, যত্নে মানুষ। কোনো কিছু চাইতে হয়নি কোনোদিন, সব ই পেয়ে যেতাম হাতের কাছে। বাড়িতে বাস ছিল মোট আন্দাজ ২৫জনের, যাদের মধ্যে ৯ জন পরিচারক/ পরিচারিকা। ঠাম্মা আর পাম্মা (পিসি-ঠাকুমা) আদর করে 'মণি' বলে ডাকতেন, জেঠু-জেম্মা বলতেন 'পুপুল', কাকাই আর কাম্মা বলতেন 'তিন্নি'। দাদারাও ওই পুপুল বা তিন্নি বলেই ডাকতো। আর বাবা-মা ?? তাদের মুখে কোনোদিন 'মা' ছাড়া কোনো ডাক এ শুনিনি। এমনকি আমাকে কোনদিন বাড়িতে কেউ 'তুই' বলেও সম্বোধন করেনি। এতটাই আদরের ছিলাম আমি।

আমাদের পরিবার ব্যবসায়িক। আমার ঠাকুরদার ঠাকুমার শুরু করা। অবাক হলে তো ?? আমিও হয়েছিলাম।

সেইসময়, দেবনগর গ্রামে এক বৈদ্য ছিলেন যিনি নিজের বাড়ির একটা দিকে ছোট করে clinic মতো শুরু করেছিলেন। সেখানে যাঁরা থেকে চিকিৎসা করতেন, তাদের জন্য খাবার আমাদের বাড়ি থেকে যেতো। বড়ো-ঠাকমাই বানাতেন।

আস্তে আস্তে যতদিন গেল, ব্যবসার রূপ ধারণ করলো এটা। একটা সময় বিভিন্ন ব্রিটিশ অফিসে ও খাবার যেত শুনেছি। দেখতে দেখতে, এই home delivery-র ব্যবসা catering এর রূপ নিলো। এবং সেখান থেকে event management।
পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় অন্ততপক্ষে একটি করে অনুষ্ঠান বাড়ি তো আছেই। তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তেও আছে।

এখন ও মনে আছে। ১৮ বছরের জন্মদিনে আমার নিজের নামে London এ একটা বাড়ি ছিল, driving license ছিল। আমি গাড়ি চালাতে শিখেছিলাম নিজের শখে। দাদাভাই শিখিয়েছিল। আমাদের বাগানবাড়ির পেছনে যে বিশাল বড়ো মাঠ আছে, সেখানে। ১৯বছরের জন্মদিনে বাবা আর মা একটা Range Rover কিনে দিয়েছিলেন। খুব খুশি হয়েছিলাম।

আমার কাকাই-এর বিয়ের কথা খুব একটা মনে পড়ে না। তখন খুব ছোট আমি। কিন্তু আমার দুই জেঠতুতো দাদার বিয়েতে একগুচ্ছ জামা আর অনেক গয়না পেয়েছিলাম। তার মধ্যে বেশিরভাগটাই জেঠু আর জেম্মা দিয়েছিলেন।

সেই দেবরায় বাড়ির একমাত্র মেয়ে আমি ।।
আমার নাম শিমন্তীনি ।।

------------------------------------------------------------------

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro