পর্ব-২
আজ রাফসানের বাবা তাকে গল্প বলছেন,একটা ছেলের গল্প।
তার বাবা যে তাকে গল্প শোনাচ্ছেন, সেদিকে তার আজ মনোযোগ নেই।সে শুধু তার বাবার দিকে চেয়ে আছে আর ভাবছে,তার জন্য তার বাবা কত কষ্ট করেন!কখনো সে গল্প শুনতে চাইলে তার বাবা কোনোদিন বলেননি যে,আজ ভালো লাগছে না,কাল বলব।সে কখনো বুঝতেই পারেনি,মায়ের অভাবটা কেমন।
রাফসান ভাবে,তার বাবা সারাদিন কত কষ্ট করেন,কিন্তু কখনো তাকে তা বুঝতে দেননি।
বাবার প্রতি শ্রদ্ধায় অজান্তেই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে।এটা তার বাবার চোখ এড়িয়ে যেতে পারেনি।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro