মাহবুব ভাই ও নিতু
মাহবুব তখন ক্লাসে সিক্সে সবে ভর্তি হয়েছে। প্রথমদিনের ক্লাসে স্যার এসে জিজ্ঞেস করলেন,
---এঁই তোদের মধ্যে সবচেয়ে চালাক কে দেখি দাঁড়া তো?
ক্লাসের সবছেলেরা ভিড়মি খেয়ে গেল। চালাকির ব্যাপারটা তো কেউ কোনোদিন ভেবেই দেখেনি।
শুধু মাহবুব ঠাস করে দাঁড়িয়ে পড়লো।
স্যার হুংকার দিলেন,
---তুই বেশি চালাক!
মাহবুব জবাব দিলো না।
---দেখি একটা চালাকি করে দেখা তো!
মাহবুব সটান সামনে চলে এলো।
---স্যার, আমি চোখের নিমেষেই আগুন লাগা নিভিয়ে দিতে পারি। আগুন উধাও করে দিতে পারি।
স্যার চোখ কপালে তুলে বললেন,
---বলিস কিরে?
মাহবুব বোর্ডে চক দিয়ে বড়বড় করে লিখলো, "আগুন লেগেছে"। তারপর সেটা ডাস্টার দিয়ে মুছিয়ে ফেললো।
ক্লাস সুদ্ধু সবাই হেসে ফেললো।
স্যার কিছুক্ষণ মাহবুবের দিকে রাগী চোখে তাকিয়ে থেকে হাত ইশারা করলেন।বললেন,
---এদিকে আয়রে আমার চালাক ব্যাটা।
মাহবুব স্যারের কাছে যেতেই, স্যার মাহবুবের পিঠ চাপড়ে দিয়ে বললেন,
---সাব্বাস! তোর চালাকি দেখে আমি খুশি হয়েছি।
দোয়া করি তুই আরো চালাক হ!
নিতু তখন ক্লাস টুতে। তাঁর ভীষণ জ্বর হলো। গলায় টনসিল ফুলে ভীষণ ব্যথা। স্কুল মিস গেল। দুদিন পর ক্লাসে যেতেই স্যার জিজ্ঞেস করলেন,
---কি ব্যাপার। দুদিন স্কুল কামাই করেছিস কেন?
নিতু কাঁদো কাঁদো স্বরে বললো,
---আমার গলায় টংসিল হয়েছে স্যার। ব্যথায় জ্বর হলো।
স্যার একগাল হেসে বললো,
---টংসিল তো কোনোদিন শুনিনি তো! ঠিক করে বল, টনসিল হলো নাকি পেন্সিল? ঠিক করে বল!
নিতু'র গুলিয়ে গেল। সে চিন্তায় পড়ে গেল। আসলেই তো… টংসিল নাকি পেন্সিল? টনসিল তো সেও শোনেনি আগে! তাহলে বোধহয় পেন্সিলই হয়েছে।
সে তখন বলেই ফেললো,
---আমার গলায় পেন্সিল হয়েছে।
ক্লাসের সবাই হেসে ফেললো।
স্যার সবাইকে ধমক দিলেন।
---এই হাসি বন্ধ! হাসি বন্ধ!
কেউ বোকামো করলে সেটা নিয়ে হাসাহাসি করা যাবে না। তারপর নিতু'কে কাছে ডেকে বললেন,
---শোন্ নিতু, তোর গলায় আসলে টনসিলই হয়েছে। আমি তোকে বোকা বানাতে বলেছি পেন্সিল। তুই সহজ সরল মনে বোকা হয়ে গেলি! বুঝলি?
নিতু মাথা নাড়লো।
---এখন থেকে চালাক হবার চেষ্টা করবি।সাবধান থাকবি। খুব সাবধান। কেউ যদি তোকে চালাকি করে বোকা বানাতে চায় তুই কি বোকা হবি?
নিতু মাথা নেড়ে বললো,
---আমি কখনোই বোকা হবো না।
তখন কে জানতো! পৃথিবীতে নিতুকে বোকা করার জন্য চালাক মাহবুব অপেক্ষা করছে। কিংবা নিতু'র বোকামোতে ভেসে যেতে মাহবুব গভীর আগ্রহে অপেক্ষা করছে। ওদের ভালোবাসার খেলায় কে শেষ পর্যন্ত বোকা হলো? কে?
#তৃধা_আনিকা
বি:দ্র: আমি আল্লাহ্ পাকের রহমতে ভালো আছি।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro