২
হাসান বসে আছে teacher's রুমে। তার বয়স বেশি না। ভাসটি পাশের পরপরই ,চাকুরীটা হয়ে গেছে।তাব় বন্ধুর বাবার ভাসটিতে। 21বছরে অনাস শেষ করে, higher studies জন্য বাইরে চলে যায়।সেখানে কাটে 2/3বছর। দেশে অাসতে , লিটলের বাবা জেকে বসেন যে তার ভাসটিতে জয়েন করার জন্য। তিনি সবে ভাসটিটা শুরু করেছিলেন,যদি ও শেষ করতে পারে নি। লিটন পরে এ কাজ ধরে। হাসান সহ আরো অনেক বন্ধু যোগ দেয় এই ভাসটিতে। কেউ শখের বসে, কেউ বা লিটনের অনুরোধে। ভাসটির সিনিয়ার facility বেশির ভাগ শিক্ষক, হাসানের কলেজে জীবনে বনধু , না হয় সিনিয়ার। এই শিক্ষকতার পেশায় প্রায় 8/9বছর হয়ে গেল হাসানের।
.....
হঠাৎ করে শাহানা ঢুকল "কি, রে ক্লাস নেই? খবর কি তোর? "
"আছে, দেখে তো আসলাম। তোর কি খবর? আকরাম কেমন আছে?"হাসান জবাবে বলে।
"কেমন আর থাকবে। যেমন থাকা দরকার তেমনি আছে। "রাগান্ত স্বরে বলে শাহানা
হাসান হাসতে থাকে, ওর reaction দেখে।কলেজ জীবন থেকে ওদের ঝগড়া দেখে আসছে।এই ঝগড়া,তো এই মিলমিশ।বিয়েটা হয়েছিল ঝগড়া দিয়ে। শাহানা বলল "কি রে হাসি কেন ?মজা নিচ্ছিস ।"
"আরে না ,মজা নিতে যাব কেন?"প্রতিত্তরে বলে হাসান।
"নিপুনের খবর কি?'শাহানা জিজ্ঞাসা করে।
নিপুনের কথা উঠতে হাসান গুরু গম্ভীর হয়ে যায়।হাসান expression দেখে শাহানা ও আর কিছু বলে না।নিজেদের কাজে যে যার মত ব্যাস্ত হয়ে পরে।
হঠাৎ হন্তদন্ত হয়ে রাকিব ছুটে আসে। রাকিব ও হাসানের ব্যাচমেট ছিল কলেজ লাইফে । তখন ণ্ডধু চেনা জানা ছিল । পরবতী ভাসিটিতে কাজের সূএে সম্পকের ঘনিষ্ঠতা বাড়ে।
'উ ফ রাস্তায় কি জ্যাম। মাঝে মাঝে মনে রাস্তায় থাকা ণ্ডরু করি। এমন করে কি চলে না কি? আজিব একটা দেশ। শৃঙ্খলা বলতে কিছু নেই..... রাকিবের কথা শেষ না হতে , পিয়ন এসে বলল "বড় স্যার মিটিং ডাকছে। ব্যাপাকরে যাইতে কইছে। '
মিটিং শেষ করে হাসান ক্লাসে যাবার জন্য প্রস্তুতি নিল। এই ব্যাচটা ওর প্রিয় ব্যাচের মধ্যে একটা ।পড়াশুনায় যেমন তুখোড় ,অন্যান্য কাজেও ঠিক তেমন । কিন্তু কেউ কারো আগে পিছে নেই। সবাই যা করবে মিলেমিশে করবে। একতাই বল।
এমন একটা ব্যাচ পেয়েছিল ৫ বছর আগে।আর ওই ব্যাচের সবচেয়ে বড় দাড়িবাজ ছিল নিপুন।পুরো ক্যাম্পাস অস্থির থাকত ওর যন্ত্রণায়। নিপুনের কথা মনে পড়তেই, বড় করে একটা দীঘ নিঃশ্বাস ছাড়ে হাসান।আজ তাড়াতাড়ি বের হতে হবে
আকাশে সবে বাদল জমতে ণ্ডরু করছে।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro