Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

মেঘ বৃষ্টির আমন্ত্রণে

দ্বিতীয়বার কলিংবেল চাপতেই মনে পড়ল কলিংবেলটাতো নষ্ট! উফ্,কী ঝামেলা! এখনতো অন্য কেউ না এলে গেট খুলে ভেতরেও যাওয়া যাবে না৷ অগত্যা গেটের বাইরে হাঁটাহাঁটি করা৷

মুনিয়া নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেল এবং কোনো সহৃদয় ব্যক্তির নিচে নেমে আসার অপেক্ষা করতে লাগল৷

কারো পায়ের আওয়াজ শুনে মুনিয়া গেটের কাছে এসে দাঁড়াল৷

অর্ক খানিকটা দুর্বার গতিতে নিচে নেমে আসছিল৷ হঠাৎ করে মুনিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে গতি পাল্টে হেঁটে এল৷

“তোমার কাছে গেটের চাবি নেই ?”,গেটের তালা খুলতে খুলতে অর্ক জিজ্ঞেস করল৷

আহা! বুদ্ধির কি নমুনা ! চাবি থাকলে এখানে দাঁড়িয়ে থাকতাম? গর্ধব!!”,মনে মনে অর্ককে বেশ ঝাড়াঝাড়ি করল মুনিয়া৷

“কাউকে তো এট লিস্ট বলতে পারতে গেটটা খুলে দেয়ার জন্য”, অর্কর কথায় খানিকটা রূঢ় ভাব৷

“আম্মু বোধহয় কলিংবেলের শব্দটা শুনতে পায় নি”, রাগ সামলে নিয়ে মুনিয়া ভেতরে ঢুকল৷

অর্ক গেট লাগিয়ে দিতে দিতে বলল,
“তুমি যেন কোন ক্লাসে পড়?”

“ইন্টার ফার্স্ট ইয়ার”

আর কোনো কথা না বলে অর্ক চলে গেল৷ অর্ক চলে যেতেই মুনিয়ার মেজাজ ঠিক হয়ে গেল৷

গত বছর অর্ক বুয়েটে আর্কিটেকচারে চান্স পাওয়ার পর থেকে মুনিয়ার উপর দুবেলা যেন গযব নাযিল হয়েছে,

“একবার ৪ তলায় গিয়ে দেখে আয়৷ প্রতিদিন তোর মাথার উপর থেকে বুয়েটে যায়৷ আর তুই ? একটা নার্সারির বাচ্চাও তোর থেকে বেশি পড়ে”

মায়ের মুখের এই কথা এখন মুনিয়ার মুখস্ত এবং সহ্যও হয়ে গেছে৷ মুনিয়ার যদি পড়তে ভাল না লাগে তাহলে তাতে তার দোষটা কোথায়? কিন্তু এ কথাটা মাকে বোঝায় কার সাধ্য!

আর এই অর্কটাও হয়েছে যেমন! মুনিয়াকে দেখলেই যেন সে উকিল হয়ে ওঠে৷ তুমুল প্রশ্নবাণ আর তার সাথে কথায় ধমকের সুর,তরকারিতে লবণের মত তো আছেই!

কিন্তু অর্ককে দেখলেই মুনিয়ার কথা যেন আটকে আসে৷ মনে হয় সামনে থেকে পালাতে পারলেই যেন বাঁচে ৷

কিন্তু  কেন এমন হয়?

এ প্রশ্নের কোনো উত্তর মুনিয়া নিজেও খুঁজে পায়নি..

----------------------------------------------------------------------------

চলবে...........

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro