পর্ব ৯
রওনকের ফোনটা কেটেই নিনীকা বড় ফুফুকে ফোন করলো,
-----হ্যালো ফুফু,
----- এত রাতে ফোন কেনো নিনী?
-----ফুফু তুমি এক্ষুণি চলে অাসো তো! খুব দরকার।
------ঢং করবি না, রাত কয়টা বাজে দেখেছিস?
------অামার এত বড় একজন হিরোর সাথে বিয়ে, অার তুমি অামায় ধমকাচ্ছো? পাপা সামনেই অাছে;বলবো?
ফুফু হেসে ফেললেন,
-------সকালে অাসি?
-----না ফুফু।এখনি অাসো।অামরা রাতভর হিরোসাহেবের মুভি দেখবো।
মুখের উপর হাত রেখে
ফিসফিস করে নিনীকা বলল,
------ফুফু তাঁর নাকি, একটা দোষ অাছে সেটাও দেখবো।তোমার ড্রাইভার কি জেগে? নাহলে অামি গাড়ি নিয়ে অাসি?
-------তোর অাসতে হবে না, অামি দেখছি।
ফোন রেখে জুঁতোটা হাতে নিতে নিতে নিনীকা বলল,
ছাঁদে শুবো না পাপা, ফুফুর সাথে সারারাত তোমাদের জামাইর মুভি দেখবো।
নিনীকার পাপা বিস্মিতভাবে বললেন,
-----জামাইটা কে?
নিনীকা হাই তুলতে তুলতে বলল,
------রওনক রাজ!
পাপা হেসে ফেললেন, নিনীকার গাল টিপে দিয়ে বললেন,
------তুমি যে একটা পাগলী, সেটা কি জানো মামণি??
নিনীকাও তাঁর পাপার গাল টিপে দিয়ে বলল,
-------বিসিএস এবার অামি দিচ্ছি না,পাপা।মন দিয়ে, সময় নিয়ে বিয়েটা করবো।তাঁকেও বলো, শূটিং থেকে যাতে ছুটি টুটি নেয়।জীবনের সবথেকে সুন্দর অধ্যায়ের নাম বিয়ে।সো নো হেলাফেলা।বি এটেনটিভ...
পাপা হাসলেন।
-----অামি যাই পাপা। তুমি কি নামবে এখন?
পাপা ঘড়ি দেখতে দেখতে বললেন,
-----অারও কিছুক্ষণ থাকবো মামণি! গুড নাইট!
নিনীকা অনুরোধের গলায় বলল,
-----মা কে পাঠিয়ে দিই?সি ইজ ভেরি লোনলি পাপা!
নিনীকার পাপা দৃঢ়কণ্ঠে বললেন,
-----নো!
নিনীকা যেতে যেতে বলল,
------ অামার বিয়ের পর যদি এভাবে মায়ের উপর রাগ করে থাকো তখন অামি কঠিন অভিমান করবো।কঠিন! তোমাদের জামাইকেও অাসতে দিবো না।
নিচের ঘরে এসেই নিনীকা দেখলো, দাদীমা ডাইনিং টেবিলে, মাও সাথে! নাসিদা খালা ধমক খাচ্ছেন।
নিনীকা চেয়ার টেনে বসতে বসতে বলল,
------ব্যাপার কি মা? কি হয়েছে?
-----নাসিদার চাকরি নট।একে এক্ষুণি বিদায় করে দেয়া হচ্ছে।
-----তাই নাকি? নাসিদা খালা, এতোদিনে তুৃমি মুক্তি পেলে তাহলে! কনগ্রাচুলেশনস!
দাদীমা ধমকের গলায় বললেন,
-----এর পেটে কোনো কথা থাকেনা।অামরা সারাদিন পরিকল্পনা করে তোকে চমকে দেওয়ার ব্যবস্থা করলাম।সে তোকে বলে দিলো?
------কি বলে দিলো??
-----তোর বিয়ের কথা! তোর মা ১৫পদ রান্না করলো।তোকে খেতে দিয়ে চমকে দিবে।অর্ডার দিয়ে কেক অানা হলো, এই দ্যাঁখ কেক খেয়ে কি অবস্থা করেছে?
------কেক কি অামি একলা খাইছি?সোলায়মান ভাই ও খাইছে।হেরে ডাকেন,
নিনীকা অবাক হয়ে বলল,
------বিয়ে মানে? কার বিয়ে?
মা অার দাদীমা মুখ চাওয়াচাওয়ি করলেন।
------বলছো না কেনো?? কার বিয়ে?
-------তোকে নাসিদা বলেনি কিছু??
-----নাসিদা খালার সাথে তো অামার দেখাই হয়নি।এসেইতো অামি উপরে চলে গেলাম। কি নাসিদা খালা, দেখা হয়েছে?
নাসিদা খালা রাগী রাগী গলায় বললেন,
------এই মরা মাডির উপ্রে দাঁড়াইয়া কইতাছি, ছুডু মেডামরে অামি কিছু কইনাই।
-------বিয়ে কার দাদীমা?প্লিজ কুইকলি বলো,
দাদীমা হাঁফ ছাড়লেন,
-------যাক বাবা কেক খেয়ে ফেললে ফেলুক, বিয়ের কথা তো অার বলেনি।
মা উৎসাহী ভাবে বললেন,
------তোর বিয়ে।নায়কের সাথে। রওনক রাজের সাথে।তাঁর মা নাকি তোকে সেদিন দেখতেই ক্লিনিকে অাসলেন। জানিস, নিনী, অামি তো ভাবছি বিয়ের সব শপিং ইন্ডিয়া থেকে করবো।বেনারসীর কিছু কালেকশন অামি ওয়েবসাইটে দেখলাম।গয়নার জন্য সাউথ....
দাদীমা বিরক্ত হয়ে গেলেন,
-------ঢং! ইন্ডিয়া থেকে করবে।ব্লাউজের গলা দেয় নাকি ওরা? সারা পিঠ উদাম! নাসিদা তুই এখানে দাঁড়িয়ে অাছিস কেনো? তুই ও ইন্ডিয়া যাবি নাকি? যা ছুঁড়ি নিয়ে অায়, অাধখাওয়া কেক কাটুক।
নাসিদা খালা মুখ কুচকে বললেন,
------এখন পারমু না।অাগে বিয়ার কথা শুনমু! ও ছুডু মেডাম,
নায়ক বেডারে অাপনার কেমুন পছন্দ??
------একদম পছন্দ নয়।তাঁর চুমুর দোষ অাছে, খালা! সে হলো চুমু দূষিত নায়ক।
নাসিদা খালা জিভ কাটলেন।
মা বিরক্ত হয়ে বললেন,
------এসব কি অসভ্যতা নিনী? একজন নামী দামী হিরো অার দুদিন বাদে বর হবে তোর...
দাদীমা বললেন,
------চুমু খেলে কি হয়? ঠোট কি চলে যায় নাকি? জায়গার ঠোট তো জায়গাতেই অাছে? নাকি?
-----তাহলে তুমি বিয়ে করে ফেলো দাদীমা।জায়গার জিনিস তো জায়গাতেই অাছে!
-----নিনী চুপ কর তো, ঠিক করে কথা বল, রেসপেক্ট হার। ডিনারে বস।শপিং এর প্লানিংটা...
নিনীকা মোবাইল হাতে নিয়ে একটু কেক মুখে পুড়তে পুড়তে বলল,
-----মজা করছি মা! বড় ফুফু অাসছে।অামি ওয়েট করবো। তোমরা ডিনার করে নাও।মা তোমায় কি মিষ্টি দেখাচ্ছে!! সেঁজেছো নাকি?? পাপার জন্য?
বড় ফুফুর কথা শুনতেই দাদীমা ক্ষেপে গেলেন,
------ভুতের মেনেজার কি এখন বিয়ের মেনেজার হয়েছে নাকি। মাঝরাতেও বাপের বাড়ি।বান্দর মাইয়া।তাঁর ধমকের গুষ্টিকিলাই অামি।চুল পাকনা সরদারনী একটা।মুখপটরনি সাইল।
-------দাদীমা, অাজ এলে তুমি কিন্তু শক্ত করে ফুফুকে বলে দিবে, অার যেনো বিয়ের দাওয়াত ছাড়া না অাসে...
------অামি কেনো বলবো? তোর পিয়ারের ফুফু, তুই বলবি।
-------অাচ্ছা বলবো।মা, একটু এদিকে অাসো তো, অাদর করবো।
মা অার দাদীমা কে একসাথে জড়িয়ে ধরে নিনীকা বলল,
------বিয়ের খবরে অামি খুব খুশি।নাসিদা খালা তুমিও বুকে অাসো তো!
------না গো অাপা।অামার গতরে জিরার গন্ধ।জিরা বাটছিলাম একটু অাগে।
------জিরার গন্ধ নিয়েই অাসো।তুমি বরং জিরার গন্ধওয়ালা হাতদুটো দিয়ে অামার গাল চেপে ধরো...
বক্তৃতার মত করে নিনীকা বলল,
-------তোমরা অামায় এত চমৎকার একটা সারপ্রাইজ দিয়েছো, এজন্য তোমাদের সবাইকে অামার পক্ষ থেকে একশটা চুমু।অামার জীবনের সবথেকে সুন্দর খবরটা দেওয়ার জন্য, অামার বিয়েতে সবথেকে দামী শাড়িগুলো তোমরা পাবে।
দাদীমার অাবেগ বেশী; তিনি কেঁদে ফেললেন।
মা'ও দাদীমার দেখাদেখি কেঁদে ফেললেন,
মাহবুবা মেয়েক চুমু খেয়ে বললেন,
------নিনী তোর একটুও লজ্জা নেই...
------অকারণ লজ্জা অামার কোনোকালেই ছিলো না মা....
নিনীকার হাত থেকে, কেক খেতে খেতে,
নাসিদা খালা মনে মনে বললেন, অাপা গো অাপনের সংসার যেনো দুধ-ভাতের সংসার হয়।সাত পোলার মা হোন অাপনে। সাত রাজার ধনের চাইতেও বেশি ধন যেনো অাল্লাহপাক অাপনারে দেয়......
সিড়ির কাছে গিয়ে নিনীকা গান ধরলো,
"রোজ বিকেলে অাতর ঢেলে তোকে সাজাবোই...
মেলায় যাবো, রিকশা চড়ে বসবি পাশে তুই...
সে ভাবনারা.....
মাহবুবা মেয়েকে থামাতে গিয়েও কিছু বললেন না।
গাঁক না মেয়েটা, ক'দিন পরেই তো পরের বাড়ি চলে যাবে...
নিনীকার হুট করে মনে হলো, তাঁর ভীষণ ভালো লাগছে, ভীষণ......
(চলবে)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro