খন্ডাংশ
#মাহবুব_ভাই
মাহবুব ভাই ভ্রু কুঁচকে বললেন,
-----আমার তো মনে হচ্ছে এটা ঠিক শাড়ি নয়! ট্রেসিং পেপার পরেছিস। তোর শরীরের সব জায়গা ট্রেস করা যাচ্ছে। বিভাগ, জেলা, উপজেলা সব মার্ক করা যাচ্ছে। ট্রেসিং পেপারও তো এত ক্লিয়ার ট্রেস দেয় নারে..
নিতু মলিন গলায় বললো,
-----এটা ফার্স্ট ক্যাটাগরি শিফন। এর প্রতি দুটো সুতোর মঝখানে একটা করে টিস্যু সুতো ব্যবহার করা হয়েছে। হার্ড শিফন। বড়চাচা দিলেন।
-----তোর ধারণা আমি শিফন শাড়ি বিষয়ক পিএইচডি করতে যাবো? জ্ঞান দিচ্ছিস!
----জ্ঞান দিচ্ছি না, আপনাকে তথ্য দিয়ে সাহায্য করছি। ইন ফিউচার আপনি কাউকে শাড়ি...
----আরেকটু তথ্য দিয়ে সাহায্য করতো! তোর ব্লাউজের হুক কইরে? নেই নাকি? সামনে তো দেখতে পাচ্ছি না!
নিতু বুকের উপর আঁচলটা আরো দু-ভাঁজ করে টানলো। মাহবুব ভাই আরো চোখ কুঁচকে তাঁকালেন।
----হুঁক নেই? হুঁক ছাড়া পরলি কি করে? এত ফিটিং, মাথা দিয়েও তো ঢুকবে বলে মনে হচ্ছে না।
-----হুঁক আছে!
-----কই?
------আপনাকে বলা যাবে না। তাছাড়া আমার ব্লাউজের হুক দিয়ে আপনি কি করবেন?
-----ধর, তোর ব্লাউজ হঠাৎ খোলার দরকার পড়লো তখন? কেউ যদি খুলতে চায় কিভাবে খুলবে?
----অন্য কেউ আমার ব্লাউজ খুলতে চাইবে কেনো?
-----আরে দরকার পড়তে পারেনা? গেস কর, হঠাৎ করে একটা কালো বিছে, ওই যে আমের মুকুলের ঝুড়িতে যেটা পেঁচিয়ে থাকে অথবা ধর একটা কালো লম্বা কেঁচো হঠাৎ করে তোর ব্লাউজের ভিতরে ঢুকে গেলো..
নিতু আগুনলাল চোখ করে মাহবুব ভাইয়ের দিকে তাঁকালো।
-----কেঁচো ঢুকে গেলো?
-----সামনে না পেছনে ঢুকেছে বলছি!
----মাই গড, ব্লাউজে কেঁচো?
-----হুঁ। আর তখন তোর দু-হাত বন্ধ,
-----আমার দু-হাত বন্ধ?
-----কেনো দু-হাত বন্ধ হতে পারে না? তুই কি হস্তবিহীন কর্মকান্ডের প্রফেসর? যেকথা বলছিলাম, তোর দু-হাত বিজি; তুই হাত দিয়ে তখন আটা মাখাচ্ছিস, কিংবা কাঁদা মলছিস মাটির কলসি বানাবি বলে ;আর ঠিক ওই মুহূর্তেই কেঁচো। তখন তুই চিৎকার করে বললি বাঁচাও, বাঁচাও.. এখন তোকে যে বাঁচাতে গেলো তাঁকে তো ব্লাউজটা তাড়াতাড়ি খুলতে হবে নাকি? তখন হুঁক খুঁজে না পেলে তো তোকে বাঁচানো যাবে না।
নিতু বিস্মিত চোখে তাঁকিয়ে আছে। হুঁকের এত ভয়ংকর দরকার যে হতে পারে সে তো ভাবেইনি কোনোদিন।
----এখন যদি কেউ একজন ভালো করে হুঁকের লোকেশানটা জানে তাহলে সে এক চুটকিতে হুঁক খুলে শাঁইই করে তোর কেঁচো বের করে নেবে... তুই বেঁচে গেলি।
মাহবুব ভাই কেঁচো বের করার আনন্দে আনন্দিত হয়ে মাথা ঝাঁকাতে লাগলেন।
নিতু রাগে বিস্ফোরিত চোখে তাঁকিয়ে আছে। এই লোকের সামনে সে আর কোনোদিন শাড়ি ব্লাউজ পরবে না। দরকার হলে শার্ট লুঙ্গি পরবে, তাও ব্লাউজ আর নয়!
-----তুই এমনভাবে তাকাচ্ছিস যেনো আমি তোর ব্লাউজ খুলতে চেয়েছি। আমি তো আপদ-বিপদের কথা ভেবে বললাম।
নিতু উঠে দাঁড়ালো, সে আর একমুহূর্তে এখানে থাকবে না। এখন তাঁর সত্যিই অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে কালো বিছে তাঁর পিঠে কিলবিল করছে।
-----কিরে চলে যাচ্ছিস? বলবি না?
নিতু উদাস গলায় বললো,
-----ব্লাউজের হুক পেছনে। মেরুদন্ড বরাবর লোকেশন। ছ'টা হুক।
-----এত হুক? এতগুলো খুলতেই তো সব টাইম শেষ! অন্য কিছু পরতে পারিস না? টিশার্ট টাইপ।দরকারের সময় একটানে যাতে খোলা যায়!
নিতু হাই তুলতে তুলতে বললো,
-----এরপর থেকে পরবো। আপনি আগে কেঁচো যোগাড় করে নিয়ে আসুন। যান...
শীঘ্রই আসছে...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro