হৃদয় ভাঙার গান
অল্প সময়ে কাছে আসে যারা,
দূরে যায় আরো দ্রুত।
বেশি ভালোবাসা যত সাহসী মানুষ,
হারাবার ভয়ে ভীত।
ভেবে দেখো দেখি কষ্ট ছাড়া-
কি নিয়ে আছো বেঁচে?
আঁধারে বসে বেলকুনিতে
কার কথা ভাবো যেচে?
কেউ বাঁচে সাথে প্রেম নিয়ে,
কেউ বাঁচে নিয়ে বুকে ঘৃণা,
কেউ বাঁচে কারো অপেক্ষাতে,
কেউ বেঁচে রয় কেউ হীনা।
কত স্বপ্নের সূতো বোনা তবু
ছিঁড়ে গেছে কারো জন্য,
কারো বা স্বপ্ন ঠিকই রয়েছে,
মানুষটা কেবল অন্য।
.
.
.
.
shAwOn EriC
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro