শেষ একবার
অর্ধনমিত পাপড়ির খর্বকৃত কুয়াসায়-
একটুক ভেড়ানো দুয়ারে,
মর্মর ধ্বনিতে ভাসমান- কোনো ধূসর আলোতে আসমান,
অন্তিম প্লাবিত জোয়ারে..
অক্ষিগোচরে গোধূলির- মৃদু ক্ষয়ে যাওয়া কোনো আধূলির,
কি আসে যায় গেলে হারিয়ে?
এসে যাবে যবে তন্দ্রা, কিছু কথা হবে মৃদু মন্দা,
এরপর শ্বাস যাবে ফুরিয়ে...
নিভিয়েছে বাতি জোনাকি-
মাঝিমাল্লার গান শোনো কি?
কান পাতো শামুকের রন্ধ্রে,
ঠান্ডায় শীতে জড়িয়ে- উত্তর মেরু ছাড়িয়ে,
মাতাল করা আঁধারের দ্বন্দে,
উপরে তারকার য্যোতি, সাগরে ছায়া পড়ে অতি,
মাঝে আমাদের তরী দুলছে,
পাড়ি দিতে হবে দুটো ছায়াপথ, পরিবর্তিত হবে গতিপথ,
উন্মাদ সাগর ও যে ফুলছে!
যাবো উড়ে সোজা শূন্যে, কত শুভ্রতা মেখে মেঘেদের জন্যে,
ডানা ঝাপটানো ঘিরে বকেদের,
কত রহস্যাময়তায় বিভোর, পাড়ি দিয়ে কোনো কৃষ্ণ বিবর,
ফিরে যাবো আমাদের নীড়ে স্বপ্নের!
হয়তো বা ঘুম ভেঙে যাবে তারপর, তুমি একটু করে ভাঙবে আড়মোড়,
আমি পাশে বসে তোমায় তাকিয়ে,
পরদিন তারপর হতে শুরু, জাগ্রত ভোরে যত ঘুম হোক পুরু,
মৃদু চুম্বন গালে আকিঁয়ে!
আমি গাইবোনা আর কারো জন্য,
হলে হোক কিছু স্বপ্নেরা ক্ষুন্ন,
তোমাতেই শেষ সুর বাঁধবো,
শত মানুষের ভিড়ে, অনাকাঙ্ক্ষিত কোন এক ভোরে,
তুমি কি হবে আমার-
শেষ একবারই সাধবো!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro