শোভা যদি পেত
(২০ লাইন, প্রতি লাইনে ২০টি করে অক্ষর)
(male lines ♂ and female lines♀)
♂
শোভা যদি পেত তপ্ত বালুতে সপ্তাকাশের তারা
আসমান তার নীল বুক চিড়ে খুঁজে হত দিশেহারা
শোভা যদি পেত বৃষ্টির পানি সৃষ্টির থেকে দূরে
সীমানায় আমি দাঁড়িয়ে অশ্রু মেঘ হয়ে যেত উড়ে
♀
তোমাকে আমি বুঝিনি কখনও বুঝিনা কথার মানে
এই মন প্রাণ দিয়েছি তোমাকে এ পৃথিবী কি তা- জানে?
তোমার শ্বাসে বুক ভরে টানি এই পৃথিবীর বায়ু
তোমার চোখের আলো হয়ে রব যতটুকু আছে- আয়ু
♂
তুচ্ছ আমি তোমার পৃথিবীতে লাগে বড় বেমানান
শত অপমান সয়ে যাব তবু করবনা অভিমান
♀
শঙ্খের ধ্বনি আমার বুকে ত্রিশূলের মত বিঁধে
বিদায়ের বাণী বারবার হৃদয়ের তীরে এসে ভিড়ে
♂
শোভা যদি পেত রক্তিম আভা অন্ধকারের মাঝে
চাঁদটাই হত দেশান্তরি জোৎস্নালোকের খোঁজে
শোভা যদি পেত তীর ভেঙে চিড় এই হৃদয় মাঝে
এ ধরণী হত প্লাবিত আমার জমা অশ্রুর সাজে।
♀
হিসেবের খাতা শূন্যে মিলাক তুমি আমার প্রিয়তম
দুজনেই আজ এক হয়ে যাব ভেঙে যাবে যত ভ্রম
শত দিগন্ত পাড়ি দেবো আজ তোমার প্রেমের জন্য
দূরে গেলে যে মরে যাব সব বন্ধন করে ছিন্ন।
.
.
.
____
_________
সমাপ্ত
______________
ShAwOnEriC
^-//
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro