তার অনুচ্চারিত শব্দ
তার কথার শেষ অংশগুলি-
অনুচ্চারিত প্রায়,
তবু কান পেতে থাকি , থেমে রাখি নিঃশ্বাস,
যদি আর কিছু শোনা যায়।
পড়তে চেষ্টা করি আঁখি,
যদি থাকে কিছু জানা বাকি-
তার অশ্রু যুগল মাঝে!
কি জানি কি লেখা, কিছু দুর্বোধ্য রেখা,
ভয় পেয়ে তারে আঁকড়ে রাখি!
কি জানি কি খুঁজে, আমার বুকের মাঝে,
কেন অকারনে তার চোখ ভিজে ওঠে,
পাশে আছি আমি তার, দয়া বিধাতার,
ভালোবাসা আছে বুকে, তবে এই শুন্যতা কোথাকার???
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro