একটি_ছোট_প্রতীক্ষা
বুক ভরা নিঃশ্বাস- আর একটু খানি বিশ্বাস নিয়ে,
সেই অনন্ত যৌবনা নারীর প্রতীক্ষার শেষ হয়না আজো।
হ্যাঁ, নারীই তো, মেয়ে নয়তো সে আর!!
তার একান্ত ব্যাক্তিগত ঐশ্বর্যটুকু আগলে রেখেছে কতকাল জুড়ে!!
আর ওদিকে উনি?
নিকোটিনের বিষে- সারাদেহ মিশে পথভ্রান্ত সেই যুবকের ভালোই কাটে নাকি দিনকাল!!
সিগারেটের প্রতি টানে, শিরা’দের মাঝখানে- কিসে যেন টান পড়ে হঠাৎ,
আর কারো প্রতীক্ষায় সে তো বুক বাঁধবেনা, আর কোনো রাত ভরে সে তো আর কাঁদবেনা
ঠোঁটে ফুটে উঠে এক চিলতে বেদনার হাসি, আজ একাকিত্তেই তার যত খুশি।
তাইতো শেষ হয়না এ প্রতীক্ষার প্রহর!!
বাঁধা পড়ে থাকে দুটো সত্তা!!-অদৃশ্য-কোনো সুত্রে!!
.
.
#শাওন_ইরিক
.
3))^-//
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro