আমি তো করিবো বন্দি
আমি তো করিবো বন্দি তোমায়
- মনোকুঠিরে...
লোহার খাঁচায় নয় তো!
পড়িলে তোমার চিহ্ন পদের
-গাড়ি খুটিরে...
হারাবার ভয়ে হয় তো?
কাছে আসিবার সময় হয়ত
দেবো উড়িয়ে-
তুমি আকুল হয়ে কাঁদবে...
বাতাসের সাথে সন্ধি করিবো,
মৃদু ছড়িয়ে-
যেথায় তোমার- গন্ধ মেশানো থাকবে...
বলিবো ঊষার অগ্নি তুষার
ক্ষণে যে গড়েছি গান,
খুঁচিয়ে হৃদয়- করিয়া বাহির
সুরে যে দিয়েছি টান।
পারোনি বুঝতে, বুঝতে চেয়েছো-
তাইতো হয়েছো বন্দি,
দিয়েছি উড়িয়ে, চেয়েছি বলেই-
তোমার সঙ্গে সন্ধি।
[ অনেকদিন পরের আপডেট...
কেমন আছেন সবাই?
এখনো যারা আমার কবিতা পড়েন তাদের প্রতি চির কৃতজ্ঞ, কমেন্টে জানাবেন তাদের দেখতে চাই..... :D ]
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro