অজস্র শিকল
আমার হৃদয় গহীনে জায়গা নিয়েছে-
অজস্র শিকল পড়ানো সুখ!!
হৃদয় আমার অশান্ত, বিদগ্ধ, উদ্ভ্রান্তের মতন।
দুর্বালোকের তুচ্ছ কালিমা মেখে বিলীন হওয়া সুর্যাস্তের মতন।
বালিকার মিথ্যে হাসিতে বেঁচে থাকা আবদ্ধ সরিসৃপের মতন।
মিথ্যে স্বপ্নের গড়া পাহাড়ের নীচে পিষ্ঠ হওয়া
আজীবন প্রতীক্ষমান প্রেমিকের মতন!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro