ভালোবেসেছি তোমাকে
~~~~~
ভালোবেসেছি তোমাকে।
অন্যায় করিনি।
নিজের হৃদয় এর ওপরে এতটা কন্ট্রোল কার থাকে?
কখনো তো হয়েও যায় একটা ছোট্ট ভুল।
তুমি কোনোদিন প্রমাণ চাওনি তার,
কেনোই বা দেবো প্রমাণ আমি বারবার?
তোমার আমার সম্পর্ক টা তো সেইরকমই রয়ে গেছে।
বন্ধুত্বের মধ্যে ছোট্ট এক মায়াবী কোনা,
জীবনের এই অন্ধকার গুহাতে এক চিলতে আলো,
সময় হয়তো ভুলিয়ে দেয় সবকিছু,
কিন্তু ভোলাতে কি পারবে
আমাদের দুষ্টু-মিষ্টি সম্পর্ক টা?
~~~~~
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro