পর
~~~~~
সেই সময়টা যেন কোথায় হারিয়ে গেছে,
সেই মিষ্টি একটি দুটি কথা,
সেই রাতে বসে টেক্সট করা,
সেই ঘণ্টার পর ঘণ্টা Instagram,
সেই প্রথম দেখা, প্রথম কথা,
বন্ধুত্বের নব জাগরণ এই জীবনে।
প্রথম প্রেমের এই মায়াজাল ,
বন্ধুত্বের রেশটুকু মুছে দিয়ে গেছে।
পারবো কি কোনোদিন ফিরতে,
সেই নির্মল বন্ধুত্বের ছায়ায়?
না কি বরাবরই রয়ে যাবে তুমি পর।
~~~~~
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro