আলোছায়া
~~~~~
এক ফালি চাঁদের আলো,
আলোছায়ার খেলায় মাতে ,
কানের মধ্যে বাজে,
হিমেল বাতাসের ফিসফিস,
শীত তো গেলো চলে,
বসন্তের রঙে প্রেমের ছোঁয়া,
আর আঁধার রাতে দুইজন,
অজানা কিছু কারণের সাথী,
জীবনের ছোট্ট কিছু মুহূর্তের সঙ্গি,
দুজনেই আজ চুপ,
আবহাওয়াও নিশ্চুপ!
দুটি মনের, দুটি হৃদয়ের,
বলার তো বাকি নেই কিছুই আর!
এবার বিদায়ের পালা,
জীবন হয়তো আর কখনোই দেবেনা কাছে,
ঠেলে দেবে দূর, অনেক দূর,
যেখানে একজনের হাতের হাতছানিও
আর টানবে না আর একটি মন।
এই তাহলে সেই শেষ,
যে কবিতা শেষ হয়েও হয় না
যেনো মিষ্টি সেই আভাসটা রয়েই যায়!
~~~~~
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro