ঘুমপাড়ানি
শূন্যতায় হোক বা তারার ভিড়ে,
আকাশ বড় সুন্দর। তাই না?
ছুটি ধার করে
যদি পালাই আমিও, দোষ হবে?
তবে আর মাত্র কয়েক শতক পরে
আমিও তোমার সঙ্গেই চলে যাব।
পথ হারানো বসন্ত ঠিক জানে,
আকাশের কাছে ভয় নিঃশেষ হয়।
একটা আকাশ আমার কাছেও থাকুক,
বড্ড চেনা ঘুমপাড়ানি হয়ে।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro