এমন একটা গল্প
সে গল্পে, ছুটে চলাটা থমকে দাড়াঁনোরই সমার্থক।
তাই এখানে ক্লান্তি আর অধ্যবসায়ের মানেও একই।
সে গল্পে ঝরনার জল গায়ে মেখে ঘন্টার পর ঘন্টা
দিগন্তের দিকে চেয়ে বসে থাকলেও সময় নষ্ট হয় না।
সে গল্পে আমার নিস্তব্ধতা, তোর কোলাহল, সবই যেন
দিনের শেষে ফিসফিসানি হয়ে কানে এসে ধরা দেয়।
এমন একটা গল্পে কোনো শীতের দিনে...
নরম, উষ্ণ কার্ডিগান গায়ে জড়িয়ে,
সূর্য ডোবার ঠিক কিছুক্ষণ আগে,
শহরের শেষপ্রান্তের পুরোনো লাইব্রেরিটায় গেলে
আমাদের কিন্তু চোখাচোখি হলেও হতে পারে।
কিন্তু, বইয়ের এই পাহাড়ের মাঝে
এমন একটা গল্প আমি খুঁজে পাই কোথায়?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro