ঋণ
নীলচে আলোর ঠাণ্ডা ঠোঁটে গল্প ফুরোয় -
কনক-চাঁপা হাতছানি দেয় মন কবিতায়।
খ্যাতির প্রাসাদ যতই ডাকুক দিগন্ত পার -
জ্যান্ত ঘরের পিছুটানেই মন থেকে যায়।
শৌখিন ওই বাগানখানায় আগাছা ফুল -
শীতের দিনে পাতা ঝরার পরের মুকুল,
ধ্বংস শেষে এমনি করেই কাব্য হয়ে থাক -
এমনি করেই বাক্যগুলোর ছন্দ মিলে যাক।
আমি বরং শব্দ জমাই দিনের শেষে -
অগুনতি এই শব্দ দিয়ে করবটা কী?
মনের কাছে ঋণ তো আমার অনেক আছে -
ধার মেটাবো এমনি করেই সুদে-আসলেই।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro