উপশম
এক সমুদ্র না-পাওয়া, থাক।
এক আকাশ হারিয়ে-ফেলা, থাক।
ওরা বলে, হেরে গেলে ঘরে ফেরা
নিষিদ্ধ।
যারা ঘরহীন, পিছুটান হারিয়েছে
তাই বহুদিন।
মিষ্টভাষ অবাক করে না আর।
যারা পেয়েছে আঘাত,
হয়তো পাবে কোনো উপশম।
আর, দয়া পেল যারা ভালোবাসা দিয়ে?
তাদের জন্য ইলশেগুঁড়ি থাক।
তাদের জন্য কুয়াশা সকাল থাক।
তাদের জন্য ক্ষীন উপহাস থাক।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro