ইলিপ্সিস
গ্ৰীষ্মদিনের সবটুকুতেই বন্দি যেন,
অনুরাগের কিছুই এখন ভালো লাগে না।
জানলার ওই আগল খুলে দেখছি তোমায়,
বৃষ্টি দিনে বর্ষা নামার অপেক্ষাটায়।
আমি যদি হারিয়ে যেতাম মার্গারিটার এক চুমুকে,
তুমিও কি স্বপ্নে কোনো, খুঁজতে আমায় ?
ছেঁড়া খাতার গল্পগুলো দিচ্ছে এখন স্বর্গে পাড়ি...
আমিও তো যাচ্ছি চলে আশেপাশে কোথাও তারই।
এবার আমার হাতের মুঠোয় বিশ্ব আছে।
ঠান্ডা দুধ, ঠান্ডা কফি, ফ্রিজে আছে ঠান্ডা খাবার...
নিরন্তরে আমিও এবার ঠান্ডা হব।
তোমার ওই অনামিকার আংটিটাতে মিলিয়ে যাব।
পারলে তুমি আমায় নিয়ে দু'চারটে গল্প লিখো।
বন্ধুত্ব শিখতে গিয়ে পারলে তুমিও বন্ধু হয়েও।
গল্প নাকি শেষ হলেও হয় না যে শেষ -
তুমিও বরং ইলিপ্সিসেই আটকে যেও...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro