মানুষ চলে গেলে
আমি কাঠের বাক্সে গল্প জমাই।
গল্পদের গন্ধ নেই...
ওরা কর্পূর নয়,
ওরা তাই থেকে যায়।
ওরা বাঁচতে জানে।
আমি জড়িয়ে ধরি না আর।
ওই পবিত্রতায় রুচি নেই বহুদিন।
আমি কাঠের বাক্সে গল্প জমাই।
আমার কাঠের বাক্স তালাবিহীন।
উষ্ণ আঁচে শব্দ গলে।
আমি কাঠের বাক্সে গল্প জমাই।
নতুন গল্প পোড়া কাঠেই...
ওরা বদলাতে জানে,
ওরা তাই থেকে যায়।
ওরা বাঁচতে জানে।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro