এন্টেনা
এদিকে অাসেন তো কথা বলি,
বিয়ের পর অাপনার যখন সন্তান হবে তখনকার রোমান্স:
বাচ্চাদের মাথায় এক ধরনের অদৃশ্য এন্টেনা থাকে বুঝলেন?
যেই রাতেই অাপনি ঠিক করবেন, অাজ রাতে অামরা স্বামী-স্ত্রী নিজেদের মত একটু (পড়েন ইকটু) সময় কাটাবো, সেই রাতেই দেখবেন এরা ঘুমায় না। জেগে জেগে কার্টুন দেখবে। না হয় পৃথিবীর সবথেকে সুন্দর ছবিগুলো অাঁকতে বসবে। রাত সাড়ে এগারোটা..... বারোটা.... একটা.... দুটা.... অতঃপর অাপনি ও অাপনার প্রিয়জন; অপেক্ষা করতে করতে ঘুমায় পড়বেন। তারপর তাদের এন্টেনাও সিগনাল অফ করে দেবে। তারাও ঘুমাতে যাবে।
বিয়ের অাগে যারা প্রেম করবেন তাদের ক্ষেত্রে রোমান্স:
এই অদৃশ্য এন্টেনা তখন অাপনার অভিভাবকদের মাথায় সেট করা থাকে। যেদিনই অাপনি ঠিক করবেন অাজকে অামরা বেরোবো (পড়ুন পিরিতি) সেদিনই তাদের অাপনাকে খুব দরকার হবে। কোথাও বেরোতে পারবেন না। এমনকি যদি রাতে কথা বলার (পড়ুন ইটিস পিটিস) করার থাকে সেদিন রাতেই মা অাপনার সাথে শুতে অাসবে। কারণ শুধু সেদিনই অাপনার অাত্মীয়স্বজন কারো না কারো দাঁত ব্যাথা থাকবে যাকে কিনা অাপনার সাথে ঘুমোতেই হবে। খিক
এভাবে যুগে যুগে অাপনার প্রেম ও রোমান্সে বাঁধা হয়ে থাকবে অাপনার বুকের পাশের অাপনজন এবং তাদের মাথার অদৃশ্য এন্টেনাসমূহ। যেসব এন্টেনা প্রেমের (পড়ুন ভালোবাসার) ফ্রিকোয়েন্সি চট করে ধরে ফেলে।
#তৃধা_আনিকা
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro