সে এক বিদেশিনী
#এক_অবাধ্য_বিদেশিনীর_সাথে_কথপোকথন (বাংলায়)
_"এই যে বিদেশিনী, ওদিকে চল্লেন কোথায়? ওদিকে কিছু নেই শিয়াল আর বাদুরের হাগা ছাড়া!"
_ "ঐদিকটায় জঙ্গল নাকি? একটু দেখে আসতাম?"
আমার তো চক্ষু চড়কগাছ! বলে কি মেয়ে! জঙ্গলে যাবে বলছে, মাথায় কি সিট আছে নাকি!
_"আরে, জঙ্গল কি একটা যাওয়ার জায়গা হলো? মাহতাবপুর গ্রামে চলুন আপনাকে এমিলদের ক্যাকটাসের বাগান দেখাবো।"
_"কেন? যাবার যায়গা হবে না কেন? বন জঙ্গল বুঝি ঘুরতে মানা?"
_ "আরে কি মুশকিল! আপনি দেখি জঙ্গল আর বনের মধ্যে পার্থক্য বোঝেন না! বন হচ্ছে সুন্দরের আঁধার, আর এইদিক যা আছে সব হনুমানের খাবার!"
_" আমি তাও যাবো ওদিকটায়,
_" যবেন তো চলুন আপনাকে বরং দেখিয়ে আনি বৃন্দাবনের মাধুর্যতা, অথবা চলুন দেখিয়ে আনি আন্দামান এর রেইন ফরেস্ট!
তবু তিনি সকল বাঁধা উপেক্ষা করে,
শত বারণ পদতলে ঠেলে হেটে চললেন। হেটে চললেন সেই বন্য শ্বাপদের পরিত্যাক্ত চারণ ভূমিতে যেখানে বারো বছরেও ফুটেনি কোনো ফুল, ফলেনি কোনো শস্য। হেটে চললেন সেই নিষিদ্ধ উপত্যকা পায়ে হেঁটে,
যেখানে সহস্র বছরেও পর্বতের ঢাল বেয়ে গড়ায়নি এক ফোঁটা বৃষ্টির পানি। খরা, মরুভূমি, আর বুকফাটা হাহাকার, আর এক বুক পরিমাণ হতাশা আর ঘন মেঘের কুন্ডলীর মত ধোওয়া হয়ে বেড়িয়ে আসা এক রাশ নিরাশার দীর্ঘশ্বাস...
সে নিষিদ্ধ হিমগিরি, সেই দুর্গম কাল বেলে বিকট আচ্ছাদনে আবৃত যে আমারই হৃদয়ের অধ্যুষিত এলাকা! সে যে আমারই হৃদয়ের পথ ধরে হাটছে। সে হৃদয় পরিত্যক্ত হয়েছে প্রায় এক যুগ আগেই....
বাঁধভাঙা কোনো নদীর স্রোতের প্রবল বেগে ভেঙে গুড়ো গুড়ো হয়ে যাওয়া যত স্বপ্নের ভাঙা টুকরোগুলো বেলে দোঁআশ মাটিতে গেঁথে কেবলই পুরু করেছে স্তর - সরু করেছে এর গভীরতা, তবু সে পুরু ত্বক বাড়াতে পারেনি এক বিন্দু মাটির উর্বরতা।
সে অনুর্বর মৃত্তিকা যে আজ ক্ষয়ে ক্ষয়ে, জরা জীর্ণ এক পথিকের পথ হয়ে নিভৃতে আমারই অনাবৃত বক্ষের তলদেশে প্রবাহিত করেছে কোন হিম ঠান্ডায় জমে যাওয়া রক্ত জমাট বাঁধা কোনো কুয়াশার অন্তক্ষরায় প্লাবিত হওয়া এক দুর্বার অমৃতের ছন্দ। একজোড়া নুপূরে তুলে সে ছন্দ- সে যে দাপিয়ে বেড়াচ্ছে বুকের কাঁপন ছুটিয়ে- সে আমারই আড়াল করে রাখা অন্ধকারের দ্বিপাবলিতে।
জলিয়ে দিয়েছে সব দ্বিপশিখা! সে শিখা সেই নিষিদ্ধ প্রত্যন্তপ্রদেশ হয়ে ঠিকরে বেড়িয়ে পড়েছে সেই ধূসর গগন চিড়ে!
সে যা আমারই ধূলোয় ধূসরিত হৃদয়ের এক ছন্ন ছাড়া প্রদেশ মাত্র..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro