প্রেয়সীর মুখোশ
একটি মেয়ের মেকআপ তার ভিতরের ইনসিকিউরিটিজ এর সমানুপাতিক।
ইনসিকিউরিটিজ যত বেশি মুখে বিভিন্ন বর্ণের ছটা তত উজ্জ্বল।
অতঃপর নির্বোধ পুরুষ যখন না বুঝে তা নিয়ে অর্থহীন ঠাট্টা, সমালোচনা করে, অন্যের ইনসিকিউরিটিজ নিয়ে তামাশা করে সে ইনসিকিউরিটিজের পরিমাণ বাড়তে শুরু করে।
মুখের উপর তৈরী হয় অবাঞ্ছিত সৌন্দর্যের প্রলেপের পুরু স্তুপ, আর কত সহজেই নিজেকে লুকিয়ে ফেলে আপন সত্ত্বার ঠিক উল্টোপিঠে। আড়াল করে ফেলে যা ছিলো আপন আভিজাত্য।
আমরা পুরুষেরা সেই বাহ্যিক সৌন্দর্যে মহামাহ্নিত হই। প্রেম নিবেদন করে বসি কত সহজেই। প্রেয়সীর বুঝতে এক সেকেন্ডও লাগেনা,
অবুঝ বালক তার উপরের আস্তরণ ভেদ করে এখনো অন্দরের দেখা পায়নি। মিথ্যে মোহে অবাঞ্চিত প্রেম নিবেদন করে বসেছে, এ তো ক্ষনিকের মিথ্যে ভালোবাসা। কি করে সে ভালোবাসা গ্রহণ করবে সে?
তার উল্টোপিঠে লুকিয়ে থাকা নির্লিপ্ত সত্ত্বার খোঁজ সে তো পায়নি এখনো! তা দেখার জন্য যে প্রতীক্ষার প্রয়োজন অতটা ধৈর্য তো বালকের নেই।
হায়! কেনো সে একটু ধৈর্যশীল হতে পারে না? আহা! নির্বোধ বালক!!! মুখের "না" শুনে কিছু না বুঝেই চলে গিয়েছে।
কেনো এতটা নির্বোধ হও তুমি? :)
#শাওন_এরিক
picture courtesy & model:
ErizaAlica7
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro