Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

_একটা গোপন স্বপ্ন ছিলো বলার_

_তোমার মত আমারও খুব গোপন একটা স্বপ্ন ছিলো, জানো? যার কথা এখন পর্যন্ত আর কেউ জানে না!

_ খুবই গোপন নাকি? টপ সিক্রেট?

_খুবই মানে খুউব্বই গোপন। 'এনক্লজড ইন ফরবিডেন টোম্ব'! যে গোপন কথা শুধু একজনকেই বলা যায় এমন!

তো বলা হয়েছে, তাকে?
_উহু! শোনার মত কেউ তো ছিলো না তখন!

এখন কি হয়েছে?
-জানিনা। 'তাকে' কি সেই 'একজন' বলা যায়?

_বলা যায় না?

-জানিনা, কিচ্ছু জানিনা। আমি তাকে জানাতে চাই, সে জানতে চায় না।
আমি তাকে শোনাতে চাই, সে কিছুতে শুনতেও চায় না। তাকে দেখাতে চাইলে, সে দাঁত মুখ খিঁচে চোখের কপাট বন্ধ করে বসে থাকে।
যখন তাকে অনুভব করাতে চাই, সে হৃদয় বন্দনায় ১৪৪ ধারা জারি করে অস্ত্র নিয়ে বসে থাকে। কাছে আসলেই গুলি! ঠাচ্চিয়া...

_বলো কি? সত্যি গুলি করে নাকি? এক চেটিয়া রাজত্ব দেখছি!
_ সত্যি মানে, পুরো এক রাউন্ড গুলি তো সে পুরোটাই আমার উপর খরচ করেছে।

কই দেখি, কোথায় গুলি করেছে?
_তুমি আমার মুখের দিকে যে দিকে চোখ ভেবে তাকিয়ে আছো, ওইটা আমার গুলি খেয়ে ফুলে থাকা অন্ধকার দুটি গর্ত।

হোয়াট দা হেল!!! .... সিরিয়াসলি? অন্ধকারে তো বুঝতেই পারি নাই।

_আমার চোখের ফটোসেল বসানো আমার বুকের ভেতরে, আমার কোস্টাল কার্টিলেজের দু পাশে আটকানো, রিবের মাঝ বরাবর গাঁথা।

_এ? বুঝতারলাম না বিষয়ডা! যাই হোক, তো কেনো এতো আক্রোশ, শুনি?

_ যদি আমার প্রেমে পড়ে যায়, তাই!

_মানে? প্রেমে পড়লে কি হবে?

_প্রেমে পড়াই তো ক্রাইম! c:
If I steal your heart & you steal mine,
wouldn't that be a perfect crime?

_মাথা ঘুরাচ্ছে তোমার কথা শুনে। কি বলছো এসব?
_ কিছুই না! তুমি বড় বেশি কথা বলো। চুপ করে শুনতে থাকো আমার গল্প।

_কিন্তু......
_ নো কিন্তু।
_আচ্ছা.. বলো শুনছি...

_শোনো তাহলে,
উজান-ভাটির খেলা চলে যে শীতলক্ষ্যার বুকে, তার চরের ধারে বনের মাঝে ছিলো এক আকাশ চুম্বি তাল গাছ। সেই তালগাছের মগডালে ছিলো এক বাবুই পাখির বাসা। সেই বাসায় ছিলো দুটি বাবুই পাখির ডিম। ডিমের পাশে যত্নে রাখা- আমার স্বপ্ন অর্বাচীন।

সেই ওয়েভার বার্ড আমার কুন্ডলি পাকানো স্বপ্ন ডিম ভেবে তা দিতো প্রতিদিন।
আলতো করে বসে তাতে ভাবতো সারাক্ষন,
কি জানি কি ভেবে তাহার খারাপ হতো মন।
এমনে করে কেটে গেলো মাস দু' বা তিন।
আমিও আমার স্বপ্ন জমিয়ে কাটিয়ে দিচ্ছি দিন।

একদিন হঠাৎ গেলাম ধরা পড়ে-

বাবুই গেলো বুঝে আমার- স্বপ্ন গেলো ঘুঁচে!
তার এতো দিনের বৃথা শ্রমে আমার হলো ঋন,
এমনে করে ফুরোলো আমার- স্বপ্ন দেখার দিন।

একটু করে অযত্নে তার......
_ এক্সকিউজ মি? এসব কি হচ্ছে? কিসের ডিম... কিসের ঋন? কিসের মধ্যে কি, যা তা!
এর ভিতর বাবুই পাখি কোত্থেকে এলো?

_বলছি তো, ধৈর্য ধরতে হবে...
কদিন পরেই ছোট্ট ছানারা, একটু হলো বড়।
কোনায় রাখা স্বপ্ন আমার দুলছে নড়োবড়ো।
বড় হতেই ঘরে নতুন সঙ্গী এলো নেচে,
আমার গড়া স্বপ্ন সেদিন গড়িয়ে গেলো নীচে।

পড়ল ছায়া তাহার উপর কদম গাছের তল,
পাতার ফাঁকে গুচ্ছ পাকে জল ফরিঙের দল।
কুজ্ঝটিকা মিশলে তাতে ভাব হয়েছে ভারি,
কদিন পড়েই গ্রীষ্ম এলে, সবাই নিল আড়ি।

কদম তলে বৃষ্টি জলে স্বপ্ন হলো বীজ..
_ এ ভাই, এ!! বুঝছি তো, তুমি বিরাট চীজ! গল্পটা শেষ করো না!! ঘটনা তো কিছুই বুঝলাম না!

_ঠিক আছে... শেষ করছি,
সেদিন দেখা স্বপ্ন আমার আজকে কদম ফুল,
খোঁপায় বেঁধে বললো সে আজ, স্বপ্ন দেখাই ভুল।
আমার পাপড়ি দলে এতো আঁচড়- ভ্রমর গাওয়া গান,
নিছক শোভা বাড়ায় চুলে, আমার নিঙড়ে তোলা প্রাণ!
পাংশু মেঘের দল জুড়ে দেয় আকাশ জুড়ে চিৎকার,
পাপড়ি ছিঁড়ে উড়িয়ে আমার স্বপ্ন হলো সৎকার!

_তুমি তো মন খারাপ করে দিচ্ছো। যদিও অনেক কথাই আমি বুঝি নাই।

_ভালবাসার মেল-বন্ধন জিনিসটাই এমন অদ্ভুত! বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছু না। কিচ্ছু না!

As long as the fortnight doesn't elicit secrecy,
the thorn bird keeps doing stealthily ecstasy!

_" আর তোমার সেই স্বপ্ন? "
_ ও হ্যাঁ, আমারও তোমার মত খুব গোপন একটা স্বপ্ন ছিলো বলার.... :)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro