স্যার
মনে আছে ওইদিন পুরো ক্লাস হইহল্লা করছিল। আর আমি সেকেন্ড বেঞ্চে বসে সিয়াম এর ম্যাথ হোমওয়ার্ক অসম্ভব দ্রুতগতিতে নকল করছিলাম… পরের ক্লাসেই দেখাতে হবে - নাহলে নির্ঘাত বেত পরবে।
এমন সময় হঠাৎ করে উনি ক্লাস এর দরজায় এসে হাজির। আমি প্রথমে খেয়াল করি নি কিন্ত পুরো ক্লাস চুপ হয়ে যাওয়ায় মাথা তুলেছিলাম।
না। উনি যম স্যার ছিলেন না - খনিকের পিন পতন নিরবতা প্রায় সাথে সাথে আবার ভেঙে যাওয়ায় সেটা প্রমাণিত হয়। ক্লাসের একটা ছেলেকে ডাকলেন, তারপর তাকে কি একটা শব্দের অর্থ বুঝিয়ে দিলেন, সে নাকি আগে জিজ্ঞেস করেছিল কিন্তু স্যারের তখন মনে আসছিল না শব্দটার অর্থ কি হবে। (ব্যাকগ্রাউন্ডে হইহল্লা ফুল ভলিউমে চলছে।)
সত্যি কথা বলতে কি, আমি আগে কখনো এরকম কোনো স্যারকে ছাত্রের কাছে নিজ গরজে এসে কিছু বুঝিয়ে দিতে দেখিনি। অবাক হয়েছিলাম ওইদিন।
তারপরে আরেকদিনের কথা। আমরা পাঁচ ছয়জন দেয়ালিকার কাজ করছিলাম। ক্যাপ্টেন ছিলাম আমি।
নাকি জিতু?
নাকি আমি?
আমাদের দেয়ালিকা টিম এর ক্যাপ্টেন কে ছিল এই মিস্ট্রি কোনোদিন সলভ হবে বলে মনে হয় না।
যাই হোক, কেও একজন আমাকে আমাদের দেয়ালিকার নামের মিনিং বলল। আমাদের দেয়ালিকার নাম ছিল ‘উৎকলন’। অর্থ - ফুলের কলি ফুটে ওঠার প্রক্রিয়া। দেয়ালিকার মাধ্যমে তো তা-ই করি আমরা, তাই না? কোনোকিছু ফুটিয়ে তুলি ~
“নামটা কে পিক করসে?”
“ওয়াহাব স্যার”
সেই একই স্যার।
স্পষ্ট মনে আছে স্যার কখন আমাদের ছেড়ে চলে যান… রমজানের সময় ছিল। বিকেলবেলায় আমি টিভিতে হ্যারি পটার এন্ড দি ড্যাথলি হ্যালোজ পার্ট টু নাকি ওয়ান দেখছিলাম। এমন সময় রিজভি কল দেয়। ভেবেছিলাম হয়ত পড়ালেখা নিয়ে কিছু বলবে… আমি ধরার আগেই আম্মু ধরে ফেলে কল। পরে আম্মু আমাকে বলে, আজকে আছরের সময় ওনার জানাজা। আমি হা করে বসেছিলাম কতক্ষণ - কি বলে? ওইদিনও তো দেখলাম স্যারকে…
তাড়াতাড়ি ওজু করে একটা টুপি পকেটে ঢুকিয়ে স্যারকে শেষ বিদায় জানাতে বের হয়ে গেলাম।
[তো, কি শিক্ষা দিতে চেয়েছি এই গল্প দিয়ে? জানি না আমি... এই ঘটনা আমার অনেক দিন ধরে মনে থাকবে~ নিশ্চয় কোনো কারণ আছে? নিজেরাই খুজে বের করার চেষ্টা করুন, কেমন?]
আর পারলে আমাকে জানাতে ভুলবেন না যেন ~
আজকে তাহলে আসি, ভাল থাকবেন, (:
- RealPirateKing 🍂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro