ভূত?
কলেজের জন্য একটা ফর্ম জমা দিতে বলেছিল। তাই ঢাকায় গিয়েছিলাম। ভেবেছিলাম দুই দিন থেকে চলে আসব - কিন্তু আসি আসি করতে করতে আট দিন হয়ে যায়।
পরে আবার ফেনীতে আসার পথে নানুবাড়িতে গিয়ে নামলাম। কাজ ছিল।
আমার নানুবাড়ি এতোটা বড় না, কিন্তু পাঁচ রুমের বাড়িটায় কেবল নানুমণি আর নানাভাই থাকে। তাই অনেক একা একা লাগে পুরো বাড়িটায়। সাধারণত আমার কাজিন, খালা-খালুরা আসে বলে ছুটির সময় পুরো বাড়ি গমগম করে, কিন্তু এবার তো আমি একা~
বাড়িতে ঢুকলেই বড় ডাইনিং রুম চোখে পড়বে। তার দুইপাশে দুটো করে মোট চারটি বেডরুম। একদম সোজা তাকালে দুইপাশে কিচেন আর বাথরুম দেখতে পাওয়া যায় - মাঝে একটা বেসিন।
তো, সামনের দুই বেডরুমের বারান্দা আছে। আর এদের বামপাশের রুমটা আমার। কখনো ছুটিতে আসলে সেখানেই থাকি। এবারও ছিলাম।
তো প্রথম দিনের কথা শুনো। ঢাকা থেকে মাগরিবের সময় রওয়ানা দিয়ে রাত নয়টার দিকে পৌঁছে যাই গ্রামে। সেখানে তো ওয়াইফাই নেই, তাই দোকানে গিয়ে ৫০ টাকা রিচার্জ করে নেই। গাড়িতেই দেখে নিয়েছিলাম যে ৪০ টাকায় ১ গিগাবাইট পাবো, মেয়াদ তিন দিন।
নানুবাড়িতে গিয়ে যখন পৌঁছাই, দেখি নানুমণি আর নানাভাই অপেক্ষা করছিলেন আমার জন্য। তারা সাধারণত নয়টায় শুয়ে পড়েন। তো, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভাত খেয়ে ফেলে নানুমণিকে বলি যে, আমি একটু লেট করে ঘুমোতে যাব - তারা যেন চিন্তা না করে।
আমার রুমের দরজা বন্ধ করে লাইট অফ করে দিলাম। পুরোপুরি অন্ধকার। ট্যাব চালাচ্ছিলাম - ওইটার আলো ছাড়া আর কোনো আলো ছিল না।
ট্যাবে আম্মুর সাথে কথা বললাম... তারপর চ্যাটগ্রুপে জানতে পারলাম কলেজ থেকে নাকি নোটিশ দিয়েছে... রোল নোঃ নিয়ে। ওইটাও গিয়ে দেখে আসলাম।
তারপরে ওয়াটপ্যাডে ওশি, আইসক্রিম, আর তাশার সাথে কথা বলতে বলতে খেয়াল করিনি কখন এগারোটা বেজে গেল~
ঠিক তখনই ঘটনাটা ঘটে...
প্রথমে ঠিক স্পষ্টভাবে শুনতে পাই নি, ফ্যান অন করা ছিল তাই। পরেরবার স্পষ্ট শুনতে পারলাম - কেও একজন আমার দরজা নক করছে, আস্তে করে - যাতে আমি ছাড়া আর কেও নক করার আওয়াজ না পাই...
ভাবলাম নানুমণি হবে? বেড থেকে নেমে টি শার্টটা গায়ে দিয়ে দরজা খুললাম - কেও নেই।
নানুমণিদের রুমের দিকে তাকালাম, দরজা ভেজানো। আমি কিছু না পেয়ে বের হলাম রুম থেকে। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে বসে ঢক ঢক করে গিলে আমার রুমে গিয়ে আবার দরজা লাগিয়ে দিলাম।
ঠিক ভয় পাইনি - কিন্তু আজব একটা অনুভূতি ছিল...পরে আরো কিছুক্ষণ চ্যাট করে ঘুমিয়ে পরলাম।
পরের দিনের ঘটনা -
রাতে আমি একই ভাবে দরজা লাগিয়ে দেই। এবার আমি দরজার পাশে একটা চেয়ার নিয়ে বসেছিলাম। ভাববেন না আবার, যে, ভুত ধরার কায়দা করছি - ট্যাবের চার্জ ছিল না। আর সুইচবোর্ড দরজার পাশে। ট্যাব চার্জ এ রেখে চ্যাট করছিলাম আর একটা ওয়েবসাইট এর ড্রাফট করছিলাম।
ঠিক এগারোটায় আবার শুনলাম - প্রথমে হাল্কা করে দুই টোকা, এক, দুই... পাঁচ সেকেন্ড পর, আবার হাল্কা করে দুই টোকা - আমি উঠে দরজা খুললাম - কেও নেই।
আবারো সেই আজব অনুভূতি হয়... ঠিক ভয় না... এমন লাগছিল যেন আমি এটা আগে থেকেই এক্সপেক্ট করছিলাম যে এমনটা ঘটবে~
হঠাৎ চোখের সামনে মানব আকৃতির ঝুলে থাকা কিছু একটা নজরে পরলো - আমার হৃৎপিন্ড মূহুর্তের জন্য বন্ধ হয়ে গেল যেনো... ট্যাবের স্ক্রিন ওইটার দিকে তাক করে দেখি নানুমণির বোরকা ঝুলছে।
এর পরের দিন -
আমি এগারোটার দিকে বসে ছিলাম রেডি হয়ে - ভূত ধরবো বলে~ এগারোটা বাজলো, তারপর পাঁচ দশ করে আধা ঘণ্টা পার হয়ে গেল... কিন্তু দরজায় আর কেও টোকা দিতে আসলো না।
তার পরের দিন আব্বু আসলো - ইউনিয়ন পরিষদে কাজ ছিলো, আর আমিও আব্বুর সাথে ফেনী চলে আসলাম - ভূতের সাথে আর দেখা হলো না আজ পর্যন্ত ~
[গল্পটা সত্য। কিন্তু আরো কিছু বাকি আছে - পরে বলব ;)]
আজ তাহলে আসি,
RealPirateKing 🍂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro