বিড়াল (part 1)
গ্রামের বাড়িতে ছিলাম। দুপুরের সময়, তাই সবাই শুয়ে আছে। নানুমণি আমাকে দুপুরে ঘুম যাওয়ার ওপর লম্বা লেকচার দিয়ে নিজে খানিকটা ঘুমিয়ে নিচ্ছেন।
আর আমি একা বসে আছি ভেতরের বেডরুমে। পাশের জানালা দিয়ে তাকিয়ে আছি বাইরে। পুরো উঠান ভরে আছে শুকনো পাতায় - একটা মুরগি তার ফাঁকফোকর দিয়ে কি যেনো ঠুকরে খাচ্ছে।
শুকনো কাঁটাওয়ালা বরই গাছের ঢাল দিয়ে কে যেন বেড়া বানিয়েছে - তার দিকে চেয়ে ছিলাম। হঠাৎ কিছু একটা নজরে পরলো ~
সোজা হয়ে উঠে বসে ভাল করে তাকালাম - ধবধবে সাদা, মাঝে কালো আর বাদামি ছোপ। একটা বিড়াল!
অন্য সময় হলে বসে থেকে তাকিয়ে থাকতাম। কিন্তু অলস মস্তিষ্ক আর ব্যস্ত মস্তিষ্কের মধ্যে পার্থক্য আছে। তাই খাট থেকে উঠে ডাইনিং টেবিলের দিকে হেটে গেলাম - মাছ ছিলো ওইদিন - তাকিয়ে দেখলাম নানুমণি ঘুমিয়ে আছে কিনা -
কোস্ট ক্লিয়ার।
একটুকরো তুলে নিয়ে দৌড় দিলাম বাইরে-
(গল্পটা লিখতে আমার একটু টাইম লাগবে... যেহেতু এটা বড় হবে প্লাস আমি এখন কলেজের পড়া নিয়ে ব্যস্ত...
তো ভাবছি ছোট ছোট পার্ট করে পাবলিশ করব... আশা করি বিরক্ত হবেন না~)
হাসতে থাকুন যতক্ষণ দাঁত আছে (:
RealPirateKing 🍂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro