উত্তম এবং অধম
“তোমায় যখন কেটে ফেলে, ব্যাথা করে না?”
“হ্যা করে। প্রচুর।”
“আচ্ছা, তুমি কি আসলেই কিছু করতে পারো না এর বিরুদ্ধে?”
গাছ কিছুক্ষন চুপ করে থাকে। কিছু শোনা যায় না পাতার খসখস শব্দ ছাড়া। মাঝেমধ্যে নাম-না-জানা একটি পাখি গান গায়। টুট টুট ট্রু-ট। পিক পিক। টুট টুট ট্রু-ট…
সে কি কথা বলা থামিয়ে দিয়েছে?
তখনি গাছটা আবার বলে উঠে, “হুম করতে পারি।”
“কী করতে পারবে তুমি?”
একটুখানি ইতস্তত করল সে, “ধর, আমি ফ্রুক্টোজ আর গ্লুকোজ ছেড়ে অন্য রাসায়নিক উপাদান উৎপাদন করতে পারি। যেটা তোমাদের জন্য লিথাল হবে।”
আমার সন্দেহ হল, “কিভাবে করবে? আমরা চাইলেই কি অন্য কেমিক্যাল তৈরি করতে পারি?”
“কারণ তোমরা মানুষ। মস্তিষ্ক তোমাদের নার্ভ এন্ড। কিন্তু আমাদের মস্তিষ্ক নেই। নার্ভ এন্ডও নেই। আমরা চাইলেই ফ্লুইড কন্ট্রোল করতে পারি।”
“তো কর না কেনো? মানুষরা তো তোমাদেরকে গণহারে কেটে ফেলছে। বিষাক্ত রাসায়নিক তৈরি করে তাদের আগেভাগে মেরে ফেললেই তো পারো। কর না কেনো?” আমি চ্যালেঞ্জ করলাম।
আবার নীরবতা। টুট টুট ট্রু-ট। পিক পিক। টুট টুট ট্রু-ট।
“তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেনো?”
[কী? কোনটা হবেন বলুন? এটা গাছ না কাটার শিক্ষা দিতে লিখা হয় নি… আমাদের চারপাশের মানুষদের সাথে আরেকটু ভালো ব্যাবহার করার শিক্ষা দিতে লিখা হয়েছে। আরেকজন আমাকে গালি দিলো, বাজে কথা বলল, আমি যদি তাকে উল্টো গালি দিয়ে বসি, আমি নিজেকে ভালো বলব কিভাবে? মনের কাছে অপরাধী হতে ভালো লাগে?
আমার লাগে না।]
ভালো থাকবেন আর উত্তম হবেন, কেমন?
RealPirateKing 🍂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro