আমগাছ
“আচ্ছা বাবা, তুমি বুড়ো হয়ে যাবে না একদিন?”
“হ্যা। সবাইকেই একদিন বুড়ো হয়ে যেতে হয়।”
“তখন কি করব আমি?”
বাবা হাসলেন। আট বছরের ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, “আমি যখন বুড়ো হব, তখন তুমি আমাকে দেখেশুনে রাখবে... রাখবে না?”
ছেলে মাথা দোলাল, সে রাখবে। কিছুক্ষন পর সে আবার জিজ্ঞেস করল, “তখন তো তুমি আমার জন্য চকলেট আনতে পারবে না, তাই না?”
“হুম। বাবা তখন বুড়ো হয়ে শুয়ে থাকবো, চকলেট আনতে পারব না আর। তখন তুমি আমার জন্য চকলেট আনবে আর আমি খাবো।”
ছেলে আবার মাথা দোলালো। এখন বাবা তার জন্য চকলেট আনে, তাকে দেখেশুনে রাখে… বড় হলে সে বাবার জন্য চকলেট আনবে আর দেখেশুনে রাখবে।
“তাহলে পুকুরপাড়ের বুড়ো আমগাছটা - যেটাতে আর আম ধরে না, সেটা কেটে ফেলছ যে? তাকে না এখন আমাদের আম খাওয়ানোর পালা?”
বাবা এবার আর কোনো উত্তর দিতে পারলেন না~
[যা বোঝাতে চেয়েছি তা সবার বোঝার কথা। কাজের সময় কাজি, কাজ ফুরোলে পাজি - এই বাগধারাটা ফলো না করলে হয় না? ভেবে আমাকে জানাবেন, কেমন?]
আজকে তাহলে আসি~
RealPirateKing 🍂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro