Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

আমার সংসারের বাসিন্দারা

#অামার_সংসারের_বাসিন্দারা

অামি বাচ্চাদের হাতে ডিম সিদ্ধ  দিয়ে বলি,
------ডিম না খাইলে মাইর!
কঠিন মাইর।
বলে অামি রান্নাঘরে ভাতের মার ফেলতে যাই।
একমিনিটের মাথায় দুইজনে গিয়ে বলে,
------মা ডিম খাইয়া ফেলছি।
ডাইনিং এ এসে দেখি দুইজনের ডিম অামার তিনি খেয়ে ফেলেছেন।
অামি কড়া গলায় ধমক দিই, 
------এই এরা ডিম খাইছে? এত তাড়াতাড়ি?
সে মাথা নেড়ে বলে,
------খাইছে। সবটা খাইছে। কুসুম তো কেউ ফালায় নাই।
------ডিম খাইলো এরা? অার পানি খাইতাছো তুমি। কারণ কি?
সে জবাব না দিয়ে অারো পানি খায়।

বাচ্চাদের অংক করতে দিয়া অামি কাজ করি। এদের বাবা মহা দায়িত্ব নিয়ে অংক করায়।

নিজে ওদের খাতায় অংক করে দিয়ে বলে,
-------অংক শেষ! অংক শেষ! 
এখন অামাদের ক্যারাম খেলা।
অামি ধমক দিই।
-------অংক মিলছে? 
অামার দুইজন খাতা হাতে একসাথে বলে,
------ঠিক ঠিক মিলছে মা। বাবা খবর দেখছে অার অামরা অংক মিলাই ফেলছি।
-------অংক যে করলা তোমাদের হাতে কলম কই?
এরা দৌড়াই গিয়া বলে,
-------বাবা,  কলম কই? তাড়াতাড়ি কলম দেও।

মাঝে মাঝে এইসব নিয়ে অামার খুব রাগ হয়।ঘ্যাঁন ঘ্যাঁন করি

------ বাচ্চাগুলারে ফাঁকি শিখাইতেছো? তোমার বাচ্চা বড় হইয়া তোমার সম্বন্ধে বাবা দিবসে কি লিখবে?
অামার দুইজনে একসাথে বলে,
-----অামরা লিখবো, অামাদের বাবা বেশি ভালো। সব ডিম অার দুধ নিজে কষ্ট করে খায়। কুসুম গিলতে বাবার অনেক কষ্ট। মুক্তিযুদ্ধের মত কষ্ট । বাবা অামাদের জন্য মুক্তিযুদ্ধের কষ্ট করে। বাবা সব অংক করে ফেলে। বাবার অনেক অংকের বুদ্ধি।

অামার তখন রাগ করার ক্ষমতা থাকে না।

রাতে অামি ঘুমিয়ে গেলে, এরা বাবার সাথে বাংলা সিনেমা দেখে।
সকালে সেই সিনেমা নিয়ে অালাপ করে। যেমনঃ
------বাবা, অাসামী বধূ ববিতা না হইয়া শাবনূররে দিলে ভালো হইতো।
অালমগীর একটা ভুল করছে।
সেও মহানন্দে বলে,
------অালমগীরের তো দোষ নাই। দোষ তো হুমায়ুন ফরিদীর। মিছা কথা কইয়া প্যাঁচ লাগাইলো.....

চিন্তা করেন? সে ছেলেমেয়ে নিয়া অাসামী বধূ সিনেমা দেখে।

মাঝে মাঝে দেশের পেঁয়াজ নিয়েও সে বাচ্চাদের সাথে অালোচনা করে। যেমনঃ
------পেঁয়াজ এখন সিজারিয়ান বাবু। এইজন্য দাম বেশি।
নরমালের  বাবু হইলে দাম কম হইতো।
------বাবা, নরমালের বাবু কি?
------যেই বাবু হাগুর সাথে পিচ্চুত করে বাইর হইয়া যায়। কোনো ডাক্তার খরচ নাই।
অার সিজারিয়ান বাবু দশহাজার টাকা ডাক্তারখরচ দিয়া পেট কাডাইয়া বাইর করতে হয়।
তোমরাও পেঁয়াজের মত দামী। তোমরাও সিজারিয়ান বাবু। 

দুইজন বাবারে জিগায়,
------বাবা তুমি কি?
সে মন খারাপ করে বলে,
-------অামার দাম কম। অামি নরমালের বাবু।

অামার বাচ্চারাও তখন মহামনখারাপ করে। ইশশশিরে... বাবা তাইলে হাগুর সাথে বাইর হইছে রে.... বাবার কত কষ্ট!

#তৃধা_আনিকা

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: