সব বলবে কিন্তু রোল নাম্বার বলবেনা :D
বাসে বসে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকার পর, বিরক্ত হয়ে নেমে যাবার সাথে সাথেই বাস ভুস করে ছেড়ে দিবে।
এটাতো জানা কথা।
আর না নেমে যতই ধৈর্যের পরীক্ষা দেন, বাস
এতো সহজে ছাড়বেনা। যা হোক, অকাজের কথায় আসি।
একজন আধাপাকা লোক বাসের হেঙ্গার ধরে ঝুলে আছেন। খুব সম্ভবত তিনি ঢাকা শহরের না।
বেচারার তুরাগ বাসে চড়ার অভিজ্ঞতা নেই। হেঙ্গার ধরে কিছুতেই জুইত পাচ্ছেননা। ঝাঁকুনির
সাথে সাথে হেঙ্গারের চারপাশে ঘুরপাক খাচ্ছেন।
-"আঙ্কেল আপনি এই সিটে বসেন,
আমি দাড়িয়ে যেতে পারব
অসুবিধা নেই।"
লোকটা বসতে বসতে বললেন,
- "না তোমাদের আবার কি অসুবিধা,
তোমরা জোয়ান মানুষ, কি ঠিক বললাম?
হা হা হা
তা তোমার নাম কি?"
-" জি!! আমার নাম শৌভিক! "
- " কৌশিক? "
-" না না শৌভিক, শৌভিক মুসাব্বির!"
- "তা কই পড় তুমি বাজান? "
-" জি, আমি বুয়েটে পড়ছি "( বলে রাখি, বাংলাদেশে এর চেয়ে উপরে আর কোনো ইউনিভার্সিটি নাই)
-" ব্যুরেট? "
-" জি-না বুয়েট... Bangladesh University Of Engineering & Technology "
লোকটা খশখশ বগল চুল্কাতে চুল্কাতে বললেন,
-" তা তোমার রোল কত বাজান? "
-" জী-ই-ই-ই-ই-ই? "
-" রোল কত, রোল, রোল!!! আচ্ছা কওয়া লাগবেনা। বুচ্চি বেশী পড়ালেখা করো না, রোল
নাম্বার জিগাইতেই চমকায় গেলা।
আমার মেয়ে- বুচ্ছ !! চৌহাদ্দি সরকারি কলেজে পড়ে, বেজায় ব্রিলিয়ান। সরকারি কলেজে টিকসে বুঝইতো অবস্থা। ফাইভে একটা সাবজেক্টের জন্য ফাস্ট ডিভিশন পায় নাই।
তা তুমি কার কাছে প্রাইভেট পড়? "
-" জী, আমি প্রাইভেট পড়ি না।"
-" পড়বা কই, ঢাকায়তো সব কোচিং ব্যবসা। আমাদের গ্রামের সালাউদ্দিন মাষ্টার হইল আসল মাস্টার। মাস্টার্সে অঙ্কে সেকেন্ডক্লাস।
পুরা গ্রামের ইজ্জত।
নাম শুনছোতো ওনার নাকি? "
-" জী আংকেল শুনলামতো... আগে জানলে ওনার কাছেই পড়তাম, অঙ্ক !!!! :p "
-" এতো সোজা না, ওনার কাছে পড়তে সিরিয়াল দেয়া লাগে। তো তোমার নামটা কি জানি বল্লা? কৌশিক মুসিব্বত?? "
-" জী-না শৌভিক মু...(থামিয়ে দিয়ে) "
-" শৌভিক মুহব্বত, তাইতো? "
-" জী আঙ্কেল, মুহব্বত!! মুহব্বত !!" :v
শৌভিক মুসাব্বির বাস থেকে নেমে হাসতে হাসতে চায়ের দোকানে যেতে লাগল। ঐ দোকানে পেট টেপুয়া কলা পাওয়া যায়, বিচি-ওলা !! আজকে আছে কিনা কে জানে।
..... ..... .....
শৌভিক আমার জেলা স্কুলের অনেক ভালো বন্ধু। ২০১০ সালের বুয়েট ভর্তি পরিক্ষায় সারাদেশে অষ্টম হয়ে-এ EEE তে পড়াশুনা শেষ করেছে। আমার এই দোস্তটা এখনও জানেই না, অহঙ্কার জিনিসটা কি? ওর কাছে একবার চাইলেই ও ওর তৈরী সবচেয়ে গোপন
নোটটা দিয়ে দিবে। খালি একটাই
সমস্যা......
ওকে রোল নাম্বার জিজ্ঞেস করলে- বলবে না। :p :p :p
:D
#শাওন_এরিক
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro