^..মইগ্যা_ভুতের_কাহিনীর_বিকৃতি.. ^
গল্পটা শুরুতে ছিল এরকম,
" মগ উপজাতির একটা বাচ্চা ছেলে আমাদের নানির বাড়ির খালের পাড়ে ডুবে মারা যায়। তার বাবার কোন এক শত্রু ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল খালের জোয়ারের পানিতে। (খাল বলতে আসলে খুব সরু নদি) কিন্তু বাচ্চাটা মরে গেলেও চাঁদের আলোয় তার আত্মা ঠিকি ঘুরে বেড়াতে দেখেছে অনেকে প্রথম প্রথম।
একদিন সেই গ্রামের এক ছেলে মাঝরাতে পটি করার জন্য হাতে বালতি আর বদনা নিয়ে খালের পাড়ে গেলে আর ফিরে আসেনাই। সকালে তার মৃত দেহ পাওয়া যায়, শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন!! কিন্তু অদ্ভুত ব্যাপার বড় ছেলেটার মৃতদেহটি ছিল আকারে ছোট, ঠিক চার বছর বয়সে সে যেমন ছিল।''
গল্পটা বানিয়ে বলেছেন আমার মামা, আমার তিন মামাতো বোনকে। আমি যখন বাসায় ফিরি আমার ছোট বোন দুটি, ভৌতিক এই পুরো গল্পটা শোনালো এভাবে, ....
__"ভাইয়া জানো, আমাদের খালের পাড়ে একটা মগ মারা গেছিল!!"
__"কিহহহহ?? কি মারা গেছিল, মগ???"
__" হ্যাঁ ভাইয়া, সত্যি, খালের পাড়ে একটা মগ মারা গেছে। কেউ যদি খালের পাড়ে হাগতে যায়...... ওই মগটা তাকে বালতি দিয়া পিটাই মারি ফেলে......মারতে মারতে শেষ পর্যন্ত ছোট বানায় দেয়।"
পরে প্রিন্সের কাছে মুল কাহিনীটা শুনে চেমসা মেরে গেলাম, ধুর! দ্বিতীয় গল্পটাইতো বেশি মজার ছিল। :D
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro