বাস বনাম গাছ :D
আমার পাশের সিটের লোকটা চলন্ত বাসের জানালা দিয়ে থুথু ফেলে খেক খেক করে হাসতে লাগলো! হয়ত কারো গায়ে পড়েছে।
এরপর আমার দিকে ঘুরে এক চোখ টিপে সে-ইইই ক্লোজ আপ হাসি দিলো। হয়ত এর অর্থ "দেখছেন? সই দেখছেন ভাইজান?" আমি অবশ্য কিছু না বুঝেই, নিজেও এক চোখ টিপে হাসি একচেঞ্জ করলাম।
লোকটা একইভাবে আরো দুবার থুথু ফেলল, কিন্তু কারো গায়ে লাগলো না!
কিন্তু আমাদের বাসের পিছনের সিটের জানালার পাশে বসা লোকেদের মুখে হালকা বৃষ্টিপাত হল। এবারে আমার মনে যা আসলো তা হল, ব্যাটাকে দুইটা ঠাডায়ে চড় না লাগাইলেই নয়।
লোকটা চতুর্থবার থুথু দিতে গিয়ে হঠাৎ ভাডাস করে কিছু একটার বাড়ি খেলো। সম্ভবত গাছের ডাল হবে। এটাকে বলে প্রকৃতি প্রদত্ত চড়। প্রকৃতি নোংরা করার শাস্তি।
লোকটা বাড়ি খেয়ে আমার দিকে ঘুরে লজ্জিত ভঙ্গিতে আবার সেই একটা হাসি দিলো। মুখের নীচে হালকা কেটে রক্ত বেরুচ্ছে। এই হাসির অর্থ সম্ভবত,
" ভাইজান, বাইচ্যা গেছি। গাছের চড় না হয়া যদি এখন বাসের চড় খাইতাম, তাইলে চান্দি ধড় থাইক্যা খুইল্যা নালার ভিত্রে হান্দাই যাইত ভা!!! " 😜😜😜
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro