ফুটলো প্রেমের গদ্য 😜
১২ বছর পেরিয়ে আবার- ফুটলো প্রেমের পদ্ম,
হৃদয় যে ফের ব্যাকুল হয়ে তরুণ হলো সদ্য।
কাব্যখানি লিখতে বসে লিখে ফেলি গদ্য,
ভাবি যে এক, বলি আরেক, আমি বোকার হদ্দ।
সুত্র সবই ঠিকই ছিলো, লজিক এলোমেলো,
এখনই সে পাশেই ছিলো- হঠাৎ কোথায় গেলো?
লাল্টু বল্টুর মাথা সরায় দেখি তাহার পানে-
বল্টু হঠাৎ পিছন ফিরে, "বাসায় সবাই জানে?"
বল্টু করে বিরক্ত আর আমি করি সেটিং,
যা হবার হবে এখন- নাই বা হলো চেটিং,
চোখাচোখির বেলায় শুধু আমি বিশেষ কাঁচা,
থাব্রা দিয়ে বল্টুরে কই, "ঘুরায় বসো পাছা!"
দেখতে দে- সর, প্যারায় আছি, তোরা করস মজা!
একটু পরে ছুটি হলে বাসায় যাবে সোজা!
আমরা ছিলাম পাশাপাশি, মাঝে বসলো মারিয়া,
ইচ্ছা হলো বাড়ি দিয়া, লাল করে দি তাড়িয়া!
বছর পাঁচেক পরে যখন তারে কাছে পাবো,
ওরে তোরা ধর না মোরে, পাগল হয়ে যাবো।
পাগল হয়ে যাবোই আমি, পাগল হয়ে যাবো।
আজকে মোদের মিলন পথে কোথায় জানি দেয়াল,
জানি না সে ভাগ্য না কি- তোমার মনের খেয়াল!
পাশেই দুজন হাসছি তবু কোথায় জানি ব্যাথা,
উঠলো ফুঁটে- থাকলো শুধুই ছবির ফ্রেমে বাঁধা।
বছর ছ'এক পরে তোরা- আসিস মোদের বাড়ি,
আমি পড়বো সেন্টু গেঞ্জি, সে পড়বে শাড়ি,
সিংগারা আর চপটা নিয়ে করতে কাড়াকাড়ি,
ছয়টা বছর যায় না কেন, আয় না তাড়াতাড়ি।
ঐ যে, সে যে ডাকছে আমায়, কি জানি কি হয়,
বলে যদি করতে বিয়ে, প্রাণে নাহি সয়!
তবু আমি অনেক খুশি, ওরে তোরা সররররর!
খুশির চোটে যাবো মরে, পারলে আমায় ধর!
😜
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro