Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

পরীক্ষা vs ঘুম

পরীক্ষার আগে বেশিরভাগ  ছাত্রদের কমন কাহিনী :

Before exam:

#ক্যালকুলেশনঃ

পরীক্ষার আছে ২০ দিন, সাবজেক্ট আমার ১২ টা। কিছুই এখনো পারিনা। প্রতিটা সাবজেক্ট দুইদিন পড়লেও লাগবে ২৪ দিন। আমি শেষ!!
কিন্তু যদি ১ সাবজেক্ট দেড় দিন করে পড়ি, তাহলে লাগবে আঠারো দিন। হাতে আরও দুইদিন থাকে। ওয়াহ !! Problem solved !!

#Fatality: The boy is sleeping...

আরও ৭ দিন পরঃ

#আবারো_ক্যালকুলেশনঃ

আল্লারে ১৩ দিন পর পরীক্ষা। স্টিল ১২ টা বই বাকী। প্রতিদিন ১টা করে বই শেষ করলে লাগবে ১২ দিন। কিন্তু কেমনে? O.o

গড়ে যদি প্রতিদিন ১২ ঘণ্টা করে পড়ি তাহলে একটা বই একদিনে শেষ করা সম্ভব। তাইলে হাতে আরও একদিন এক্সট্রা থাকে।
চমৎকার। problem solved man!!!

Fatality: The boy is sleeping over & over again...

#আরও_৭_দিন_পর_

হাতে ছ'দিন আছে রে!! মাথা একটু ঝিম ঝিম করছে, :(
আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল!! প্রতিদিন দুইটা কইরা বই পড়লেই হবে।
No tension !! কিছুক্ষন বই উল্টানোর পর বই রেখে দেয়া।

Fatality: zZzzZzzZz!!

#পরীক্ষার_আগের_দিন_রাতে...

জমিন তুই ফাঁক হয়া যা, আমি ঢুকে যাই!!! :'(

একটা চ্যাপ্টারও পারি না। এতগুলা চ্যাপ্টার কোনোভাবে পড়া সম্ভব না। আমি ফেইল!!

fatality: ..... .....  ......   ......    .....   ......

( চিৎকার দিয়া ) মর্জিনা বালিশ কই রে হারামজাদি???  >:(

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro