ননসেন্স_রাইম
বল্টুদের বাসায়
প্রথমবার আসায়,
ওর বইনে আমারে দেখসে,
খাওয়াইছে মুড়ি,
হালকা পুরি,
ওর বইনে সেরাম সেক্সে।
বল্টুরে কই ও ভাইয়া,
ভ্রু- যুগল নাচাইয়া,
বইনে পড়ে কিসে?
বল্টু হঠাৎ তাকাইয়া,
হাটুর কাপড় ঝাকাইয়া,
কানের নীচে দিসে!
😒😒
* * *
যখন কারো উপরের পরিপাটি মানুষটার নীচে কিছু স্টুপিড কিন্তু মজার কিছু খুঁজে পাই, তখন মনে হয় এই তো আমার অপর পৃষ্ঠার ছবি।
এইতো জীবন, ছোট ছোট হাসি, ঠাট্টার মাঝে!! কি প্রয়োজন গভীরতা খুঁড়ে সব দুঃখকে টেনে হিচড়ে বের করার?
এই তো আছি , ভালো আছি, সকল স্টুপিডিটিকে সাথে নিয়ে!
:D
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro