তোর রোল সাত না রে?
#আমার_বোনের_ক্লাসের_একটি_ছোট্ট_ঘটনা... 3:)
পুরো ক্লাস জুড়ে একগাদা মেয়ের মধ্যে একটি ছেলে কাচুমাচু হয়ে চুপচাপ বসে আছে।
স্যার পড়ার মাঝখানে হঠাৎ বলে উঠলেন, ''এই যে এই ছেলেটা দেখছ, দেখতে বোকাসোকা হেবলা-কান্ত মনে হলেও, অনেক ব্রিলিয়ান্ট কিন্তু।''
ছেলেটা চমকে উঠে নড়েচড়ে বসল, আর সবগুলি মেয়ে একসাথে উৎসুক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগল।
_ '' ওর লেখার স্কিল দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবা। ওর পরিক্ষার খাতা আমি কেটেছি একবার। সুপার লেখে। তোর রোল সাত নারে?? ''
ছেলেটা একটু চোখ বড় বড় করে, ইতঃস্তত করে বলল,
_ " না স্যার... সাত না''
_ " কত? ''
এতগুলো মেয়ের সামনে প্রচণ্ড অনিচ্ছা সত্ত্বেও রোল বলতে হল,
_ "স্যার, সাত...চল্লিশ!!''
_ " ও আচ্ছা, না... ইয়ে, রোল দিয়ে কি মানুষের বুদ্ধিমত্তা বিচার করা যায়? অনেক ভাল ছাত্রের রোল অনেক পিছনে থাকে, তপু নাম না তোররে?? ''
_ " না স্যার, ফরহাদ ''
স্যার বোর্ডের দিকে মুখ ঘুরিয়ে বললেন,
_ " ওহহহ!!, তাইলে তুই না, অন্যজন''
:v
সারা ক্লাস জুড়ে হাসির বন্যা বয়ে গেল। হাসতে হাসতে মেয়েগুলো একজনের উপর আরেকজন হামলে পড়তে লাগল। :D
যাই হোক, বেচারা সেই ছেলেটা আর কখনও ওই প্রাইভেটে পড়তে যায় নাই !! আহারেহ, অন্তত রোল নাম্বারটা মেয়েগুলোর জানার প্রয়োজন ছিলনা। হাহা! :D
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro