খ্যাতিমান Vs ক্ষেত ম্যান
খ্যাতিমান হতি চালে, বড় জ্ঞান ঝাড়ো!
ইমোশনে ঝড় তুলে, হোমপেজে মারো!
বেশিরভাগ কমেন্টের দিও নাকো উত্তর,
নো লাইক, মেসেজের- হবে না প্রতিত্তর!
পার্ট নাও এমন যে, " আই ডোন্ট কেয়ার"
স্ট্যাটাসে যা লিখেছ, ঐ টুকি ফেয়ার!
আন্দাজে ইমোটিকন একদম-ই না,
লোকে তবে ক্ষ্যাত বলবে, খ্যাতিমান না!
দেশপ্রেমে উতলায়ে যা ভেবেছ লিখো,
গাছ- লতা-পাতা চুমে ছবি তুলে রেখো।
Social working এ যাতায়াত বাড়াও,
দুঃখী মানুষের পাশে- ছবি তুলে খাড়াও!
করেছো যা জীবনে তার- দশগুন বল,
হুতাসায় বল দেশ- রসাতলে গেলো!
আর যদি বল, নাহ! ক্ষ্যাত-ম্যান-ই রবে,
বলি তবে শোন তুমি, মানুষ হলে তবে!
লোক দেখানোকে যদি ট্রেন্ড নাহি ভাবো,
জানি তাকে হৃদয়ের মাঝখানে পাবো!
বাম হাতে কর দান, ডান নাহি জানে,
তবে তুমি রবে সব মোমিনের মনে!
এটা ওটা নাহি বলে মূল কথায় আসি,
ক্ষ্যাতম্যানে আমি যে - বড় ভালবাসি!!
( কবিতার সকল চরিত্র কাল্পনিক! ইহার সহিত বাস্তবের কোন মিল পাইলে কতৃপক্ষকে বাইড়ান 😜😜😜)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro