কিছু ক' 'ক কিছু?
বোনের সাথে কথোপকথন :
সেতু: আয় তোকে Exo ব্যান্ড দলের সবাইকে চিনাই।
আমি: কোরিয়ান সব তো একি রকম! চিনব কেমনে?
সেতু: এই যে যেইটা সবচেয়ে cute ঐটা লুহান, আর যেইটা সবচেয়ে cool ঐটা সেহুন! বুঝছোস? এখন ক এইডা কে?
আমি: এইডা সুহান।
সেতু: এইডা সুহান না বাল! ঠিক করে ক! আর সুহান আবার কি নাম? সেহুন হবে। এখন ক এইডা কে!
আমি: এইডা তাইলে লেহুন!
সেতু: কিয়ের লেহুন! লুহান! লুহান- নাম রে হারামজাদা। এইবার এইডারে দেখ এইডা 'তাও', পরেরটা 'লেই'।
বল এখন এইডা কে?
আমি: সেহুন এইডা।
সেতু: ইয়েস! ইয়েস! চিনছোস! এহন লুহান কোনডা ক?
আমি: এইডা লুহান!
সেতু: কুত্তা হালা, এইডারেই না মাত্র সেহুন কইলি? ঐডাই লুহান? বালডাও চিনোস নাই তুই?
এইডা ক। কে এইডা?
আমি: এইডা 'তাও'
সেতু: হয় নাই! -_-
আমি: তাইলে 'লাও'
সেতু: 'লাও' না! 'লেই' রে বালামার!
পরেরডা 'কাই' আর তারপরে 'বেয়াখুন'! আর নেক্সট এ 'চ্যান'!
আমি: এইবার সব পারুম। জিগা! আর ভুল হইব না!
সেতু: সিরিয়ালে কয়া যা.. -_-
আমি: এইডা সেয়াখুন, ঐডা লেয়াখুন, এইডা তেই, পরেরডা লেই, এইডা কাউ, পরেরডা চাউ!
হইছে না??
হইছে??
কতা কস না কেন?? 😂😂
কিছু ক?? ক কিছু??? 😜😜😜
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro