একটি তেলাপোকা
গত তিনদিন ধরে দেখছি, আমাদের বাথরুমে একটা তেলাপোকা উল্টা হয়ে চিত হয়ে আছে।
প্রতিদিন কাছে গিয়ে দেখি মরেছে কিনা।
কিন্তু প্রতিবারই ওনার অঙ্গ-ভঙ্গি দেখে বুঝি উনি বিলকুল জিন্দা। উল্টো হয়ে শুয়ে শুয়ে এক হাত আর এক পা দিয়ে নিজেই নিজেকে বাতাস করছে।
যদিও কালকে শেষ রাতের দিকে _
অন্ধকারে বাথরুমে প্রবেশ করার সময় ভিতরে পা দেয়া মাত্রই যখন ভোটাস করে কিছু blast হওয়ার শব্দ হল, বুঝতে পারলাম, ওনার কাম তামাম।
আর আমার চিৎকারে তখন এলাকা প্রকম্পিত!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro