ইতালীর রুবি
আমার সামনের ছেলেটার দুইটা দুই সাইজের ছোট বড় চোখ দেখে জিজ্ঞেস না করে থাকতে পারলাম না,
" তোমার চোখে কি হয়েছে সোনা? "
পাশ থেকে ছোট ভাইটা উত্তর দিল,
" ওর এক বন্ধু ওর বাম চোখটা কামড়ে ছিড়ে নিয়ে পুচুক করে গিলে খেয়ে ফেলেছে, স্যার!"
আমি টেবিল ছেড়ে তড়াক করে লাফিয়ে উঠললাম, " whatttt the...?"
"এখন যেটা দেখছেন ওটা পাথরের, স্যার! ইতালির পাথর, রুবি!!"
আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছি দেখে, পাশ থেকে বড় ভাইটা উত্তর দিল,
"না স্যার, তা না, ক্রিকেট খেলার সময় রান নিতে গিয়ে জোড়ে জাম্প করছিলামতো, সামনে যে বসেছিল একজন দেখি নাই। তার দাঁত আমার চোখের নীচে ঢুকে গেছিল। পরে রক্তক্ষরন, পুঁজ হতে হতে ক্যান্সার হয়ে গেছে।
তাই উপ্রে ফেলে দিছি।"
আমি মুখ হা করে তাকিয়ে দেখছি ছেলেটা চোখের ভিতরে হাত দিয়ে পাথরের চোখটা বের করে মুছে আবার আগের জায়গায় গুঁজে দিল। ( অনেকক্ষন থেকেই সেই চোখ থেকে পানি বেরুচ্ছিল। ময়লা পানি।)
আমি কিছুক্ষণ ধরে যা শুনলাম আর দেখলাম তা হজম করতে পারলাম না।
এত ছোট একটা ছেলের কোন পাপ নেই। অপরাধ নেই।
হ্যা, আমার আছে। আমার দুটো চোখ আছে। কেউ কেউ সুন্দর বলে দেখে মনে মনে গর্ব করি।
আজ যদি আমাকেও চোখের বদলে ইতালির রুবি পড়ে ঘুরতে হত,সবার করুণা ছাড়া আর কি মিলত। কোন মেয়ে জীবনে বিয়েতো করতইনা, বরং বলত, " ও তো কানা বাবা, ওর চোখের দৃস্টিই নাই "
আর তার বান্ধবীরা টিটকারী মেরে বলত, " চোখের দৃস্টি আবার কিরে, ওর তো চোখের আঁটি শুইধ্যা নাই। "
তবে, আমি চোখে দেখি, আমার চোখের আটি আছে, বোটা আছে- ফার্স্ট ক্লাস দেখা যায়!!
আমার আর সব অংগানুও পার্ফেক্ট আছে।
এটাই কি কম সৌভাগ্যের ব্যাপার?? :)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro