নতুন আলোয়
এই মুহুর্তে দাদু আসরাফুল চৌধুরীর সামনে বসে আছে শ্রাবণ। সে খুবই বিস্মিত,তার দাদু তাকে সম্পুর্ন মিথ্যা বলে এনেছেন দেশে।হায়ার স্টাডির জন্য সে অস্ট্রেলিয়ায় ছিল। শেষ পরীক্ষার আগের দিন সে জানতে পারে তার দাদু প্রচন্ড অসুস্থ। এজন্য সে পরীক্ষা শেষ করেই যতদ্রুত সম্ভব দেশে ফিরেছে।এখানে এসে দেখে দাদু তার সম্পুর্ন সুস্থ। কিন্তু দাদুর মুখের উপর কথা বলা তার সাধ্যের বাইরে। ভালমন্দ জিজ্ঞেস করেই দাদু তাকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নিতে বললো।
৷৷৷ রাতে খাবার খেতে বসেছে দাদু আর শ্রাবণ। এমন সময় একটি মেয়ে এসেই স্যরি বলে দাদুর পাশে বসলো মিস্টি হেসে,দাদুও হেসে বললো দেরি করলে কেন সুইটহার্ট? মেয়েটি বললো দাদু ফ্রেশ হয়ে আসলাম।শ্রাবণ খাওয়া ভুলে অপলক তাকিয়ে আছে, তার কোনও হুশ নেই, এমন মায়াময় রুপ দেখে তার নিঃস্বাস নিতে কষ্ট হচ্ছে। এখানে কে কি বলছে কিছুই তার কানে ঢুকছেনা।খাওয়া শেষে শ্রাবণ একটু হাটতে বের হলো।
৷৷ রুমে এসে দরজা বন্ধ করে ফিরে তাকিয়েই শ্রাবণ স্টাচু হয়ে দাঁড়িয়ে গেলো, ড্রেসিং টেবিল এর সামনে শ্রাবণের মায়াবীনি চুল ঠিক করছে।কিছু সময় পর শ্রাবণ জিজ্ঞেস করলো আপনি কে আর এখানে কি করছেন?মেয়েটি থতমত খেয়ে গেলো,আমতা আমতা করে বললো আমি সুমন,আর দাদু পাঠালো এখানে ঘুমাতে।বলে মাথা নিচু করে দাড়িয়ে থাকলো।আর শ্রাবণের চোখমুখে তখন খুশির ঝিলিক।সে খুশিতে কি করবে দিশাই পাচ্ছে না।এই মেয়েটিই সুমন!তার বিবাহিত স্ত্রী যাকে সে চিনতেই পারেনি।এতো মায়াবী তার সুমন!স্বাক্ষাত পরী,শ্রাবণ খুব দ্রুত সুমোর কাছে এসে দুহাতে মুখটি তুলে অপলক তাকিয়ে রইল। আজকে তার খুব আফসোস হচ্ছে।
অতীতে শ্রাবণের হায়ার স্টাডির জন্য যাওয়ার দিন ঠিক হয়ে গেছে।সবকিছু নিয়ে শ্রাবণ প্রচুর ব্যাস্ত সময় কাটাচ্ছে। এমন সময় যাওয়ার দুই দিন আগে দাদু তাকে একটা হসপিটাল থেকে ফোন করে।সে হন্তদন্ত হয়ে ছুটে যায়।যেয়ে দেখে দাদু ডাক্তারের চেম্বারে বসে আছে।সস্তির নিঃস্বাস নিয়ে দাদুর কাছে গিয়ে জানতে পারে দাদুকে একটা মেয়ে এক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। মেয়েটির হালকা লেগেছে। তাকে কেবিনে রাখা হয়েছে।এরপর ঘটনা খুব দ্রুত ঘটে বাইরে যাওয়ার আগে দাদুর ইচ্ছে তে আগের দিন হুট করেই তাকে ঘরোয়া ভাবে বিয়ে করতে হয় এবং যেহেতু সে অনিচ্ছায় বিয়ে করে তাই সে বৌয়ের দিকে তাকানোর ও প্রয়োজন মনে করেনি।কেবল কবুল বলার সময় নামটি শুনেছিল, নামটি মনে আছে।
Writer...... snigdhaaktar
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro