🕸পরিশিষ্ট 🕸
রুনা মাকসুদের পাশে এসে দাঁড়ায় ।ওর কাঁধে হাত রাখে । না। ও, আব্দুল মোক্তারের স্ত্রী রুনা নয়। ও, অন্য কেউ ।কে? তা জানা নেই। কিন্তু সে যে রুনা নয় সে বিষয়ে কোন সন্দেহ নেই।
মাকসুদ তার হাত ধরে তাতে চুমো খায়।
"এখন আমরা কোথায় যাব?"
"তোমাকে নিয়ে আমি নরকে যেতেও রাজি।" মাকসুদ উত্তর দেয় ।
রুনা খিলখিলিয়ে হেসে উঠে।"তুমি জান নরকেও আমাদের জায়গা হবে না।"
মাকসুদ শ্রাগ করলো।
"এই ওসিকে নিয়ে ১৪ জন। আমার জোড় সংখ্যা ভালো লাগে না।"
"জামাল তার শাস্তি পেয়েছে ।" মাকসুদ বললো।
বাতাসে রুনার চুল উড়ছে। সে চোখ বন্ধ করলো ।
"চলো প্রিয়তমা, তোমার জন্য অন্য খেলনা এনে দেই।" মাকসুদ বললো।
রুনা না সূচক মাথা নাড়ায় ।
"এবার আমি তোমাকে খেলনা এনে দিব!"
মাকসুদ পিশাচ হাসি হাসে।কিন্তু রুনার কাছে তা মধুর মনে হয়।
তারা আবার নতুন শিকার খুঁজবে। কেন? উত্তর জানা নেই।
তবে কেউ তাদের মনে রাখবে না।
আর ওসি কিংবা আব্দুল মোক্তারের অপমৃত্যুরও হদিশ মিলবে না।
কেননা খুঁজতে গেলেই অবাস্তব ও ব্যাখ্যাতীত ঘটনার শিকার হতে হবে।
ওরা সাধারণ নয়,অবাস্তব ।
ওরা অদৃশ্য নয়,শিকারি।
ওরা ভয়ঙ্কর, ওরা অপ্রকৃতস্থ ।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro