
বিদ্রোহ
০১ আগস্ট, ২০২৪
.
.
.
"বিদ্রোহ"
সে কবে কার, কত শত আগেকার কাহিনি। ছোট্ট গ্রামখানি অভুক্ত, নিঃস্ব প্রজার প্রাণখানি। কত বিদ্রোহ কত রক্ত, তবু মানিবে না ঐ স্বৈরর অত্যাচার। এরপর এল এক বীর কহিল, "ভয় নাই, মানিব তোমাদের দায় করিব কল্যাণ তোমাদের তরে।"
"এইবার বুঝি হবে উন্নতি" কয় গুরুজন। দিন যায়, বছর কাটে। ওই সড়কের ওপারে বসে বড় বাজার, হায় সে কী অনাচার! বাড়াও বাড়াও কেবল দর বাড়াও। রাজার রাজ্যে সবাই গোলাম, প্রজার রক্তপানি করা কড়িতে রাজা ব্যাশে সেই বীর গড়েছে তার পর্বত প্রমাণ কোষাগার।
সেবার হলো ভরাডুবি, সে কী বিভিষিকা, দারিদ্রের ভয়ঙ্কর কষাঘাত! মহারাজ তাহার পঙ্খিরাজে চড়িয়া কেবল কহেন ; "সবুর কর, সবুর কর।" সাথে সাথে মাথা ঝাকায়, গলা বাড়ায় 'মন্ত্রীর পাল।
"তবে মোর রক্তের কড়ি যে ও কোষাগারে?" কহে এক কৃষাণ, ওই স্বর্ণের দোয়ারের পানে চাহে আরও শখানেক চক্ষু। তাই তো ও কোষগারে যাহা আছে তাহা কী তাঁহাদের অর্থ নহে। রাজা তাঁর বুকে হানিয়া লাথি, ক্রদ্ধ কণ্ঠে করে হুঙ্কার, " তবে রে, বেঈমান।"
চারিদিকে আঁখি মেলিয়া চাহে শীর্ণ কৃষান, "তবে কাকে করেছে তাঁরা মসনদের মালিক।" লাগাও আগুন, কর বিদ্রোহ। তাড়াও সে ঘরের শত্রু বিভীষণ। অবস্থা ব্ড় বেগতিক!
এরই মাঝে এক মন্ত্রী কহে, " দেখ বাপু, আমরা কখন কহিলাম কড়ি দেব না? এই তালার চাবিটা হারায়া গেছে তাই তো ... ..."
"তবে, মহারাজ যে মোর বাজানের বুকে লাথি মারিল?"
এবার আসিল আরেক আমন্ত্র, তড়িঘড়ি কহে, "না না সেকি! ও তো এমনি ভুলে লাগিয়ো গেছিল, সবই খড়মের দোষ ।"
"তাই বলিয়া সে রক্তবমি করিবে? খড়মের এত জোর? "
মানিল তারা সবই কিন্তু রাখিয়া দিল সিন্দুকের চাবি ওই পাচিলের ওপারে... ...
সারাদিন, ক্লান্ত কৃষান, বিদ্রোহী বীর ফেরে বাড়িতে।
ইশুতি নিশুতি বের হয় শেয়ালের দল, ধূর্ত চোখ, ক্ষুধার্ত আঁখি। কড়া পাড়ে কৃষানের কপাটে, "ঘরে কি বিদ্রোহী আছে?"
স্তব্ধ কৃষাণ চায় ওই দূর পানে উদাস আঁখি মেলিয়া, এই এল
শমনের ডাক।
সকল ২৪ এর বীর যেন তাদের আত্মত্যাগ এর প্রতিদান পায়, পরম করুণাময়ের কাছে এই আবেদন। আজ পহেলা অগাস্ট, এ জাতির শোকের মাস। এই শোকের মাসে বাংলার গৌরব যেন পুনরায় ধূলিসাত না হয়।
#JulyMassacre
#RememberingOurHeroes
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro