আমার জন্মভূমি
(সনেট)
জন্ম হতে দেখে তোমায় রেখেছি মনে!
জন্মভূমি আমি আছি তোমারি আঁচলে ,
তোমার কথা ভাবি আমি তাই বিহনে
পথ প্রান্তর রূপসী সবুজ শ্যামলে
ভাবি তোমার কথা নিশীদিন স্বপনে!
কুহু কুহু কোকিলের, নদী কলকলে,
না দেখি তোমায় তবে আঁখি ছলছলে
তোমার মমতার বাতাসে - শনশনে ।
আমি সত্যি বেচেঁ আছি তোমার এ ক্ষেতে ,
কিভাবে কেউ আমাকে দূরে নিয়ে যাবে?
আর তোমাকে কি কেউ পারে কেড়ে নিতে?
তোমার রুপধারা যেন থাকে এভাবে
তুমি রবে চিরদিন আমার সঙ্গীতে
আমার মন তোমার এই গান গাবে।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro