Chapter 4
২ মাস কেটে যায়।
রাজা এবার রাজকুমারীর বিয়ে ঠিক করেন।রাজকুমারীর বিয়ে পাশের রাজ্যের রাজকুমারের সাথে ঠিক হয়।
রাজা যে রাজ্যে রাজকুমারীর বিয়ে ঠিক করেছিলেন সে রাজ্যের রাজা তার বন্ধু ছিল।
আর তাদের মধ্যে ছিল খুব ভালো সম্পর্ক। রানীও খুব ভাল ছিলেন।
রাজা ভেবেছিলেন, রাজকুমারীর সেখানে বিয়ে হলে, হয়ত সে সুখে থাকবে।
রাজা রানীর ছিল একমাত্র সন্তান- জিন গুয়াং ইয়াও।
কিন্তু,
সে একটু অহংকারী ছিল। এছাড়াও রাজকুমারীর সাথে বিয়ে হয়ার আগে সে একটি মেয়েকে পছন্দ করতো। আর, রাজকুমার যেহেতু তার বাবাকে ভিষণ ভয় পেত, তাই সে চুপচাপ রাজকুমারীকে বিয়ে করতে রাজি হল।
১মাস পর রাজা তার সাধের কন্যার বিয়ে দেন, লির সাং জিন এর সাথে। বিয়েতে সবাই খুশি ছিল শুধু একজন বাদে- লির সাং জিন।
সে খুশি ছিল কিন্তু সে যখন বোনকে বিদায় জানাতে গেল, তখন তার চোখ দুটি ছলছল করে উঠলো।
তার সারারাত ঘুম হলনা। সে খালি তার বোনের কথা ভাবছিলো আর ভাবছিলো। যে বোনকে সে এত ঘৃণা করে তার কথা সে কেন এত ভাবছিলো?
হয়ত, রাজকুমার অন্তর থেকে তার বোনকে ভালবাসত। সাং মিন ও অনেক খুশি হয়েছিল কারন এই বিয়ের সময় প্রথমবার তার ভাই তার সাথে কথা বলেছে।
বিয়ের দিনগুলো দেখতে দেখতে পার হয়ে গেলো। এরপর আর এক দুই মাস কেটে গেল।আর এর মধ্যে রাজকুমার জিন গুয়াং ইয়াও তার সাথে একবার ও কথা বলেনি কিংবা দেখাও করেনি।
রাজা রানি কিছুই জানতেন না। আর রাজকুমারী সাং মিন ও তাদের কিছু জানায় না।
তার-ই এক দুই মাস পরে গুয়াং ইয়াও আরেকটা বিয়ে করে ফেলল। এই কাজ করে সে মনে মনে লজ্জা পেয়েছিল।
হঠাৎ করে রাজকুমারকে এইভাবে বিয়ে করতে দেখে সবাই বেশ অবাক হলেও রাজকুমারী মিন অবাক হইনি।
সে মনে মনে খুব খুশি হয়েছিল। সে ভেবেছিল তাকে তার নিজের বোন বানাবে এবং নিজের ছোট বোনের মত ভালবাসবে।
রাজকুমার তার স্ত্রীকে এইভাবে খুশি হতে দেখে খুব অবাক হয়েছিলো কিন্তু তার চেয়েও বেশি লজ্জা পেয়েছিল।
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro